E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মৌলভীবাজারে চেয়ারম্যান প্রার্থীরা ব্যস্ত শেষ মুহুতের্র প্রচারনায়

২০১৬ মে ০৩ ১৮:৪৫:০৮
মৌলভীবাজারে চেয়ারম্যান প্রার্থীরা ব্যস্ত শেষ মুহুতের্র প্রচারনায়

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় পঞ্চম দফায় আগামী ৭ মে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে ভয় ও উৎকন্ঠা থাকলেও শেষ পর্যন্ত রাজনগর উপজেলায় বিরাজ করছে উৎসবের আমেজ, সর্বত্র ছেয়ে গেছে নির্বাচনী পোষ্টারে। বেড়েছে অবেহেলিত গ্রাম্য বাউলদের কদর।

মাইক বাজিয়ে গ্রামীণ বাউলের সুরে গান গেয়ে প্রার্থীদের পক্ষে ভোট চাচ্ছেন তারা । স্ব স্ব চেয়ারম্যান প্রার্থীদের নির্বাচনী প্রতিক বরাদ্ধের পর থেকে প্রার্থীরা না খাওয়া ভুলে নিজেদের অনুসারীদের নিয়ে নির্বাচনী প্রচারণায় শেষ মুহুর্তে বেশ ব্যাস্থ সময় পার করছেন। এ দিকে রাজনগরের সব ক’টি উপজেলায় ক্ষমতাসীন আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীদের ছড়াছড়ি থাকায় ভোটের মাঠের হিসেব নিয়ে দুশ্চিন্তায় আছেন সরকার দলীয় প্রার্থীরা।

এ নিয়ে সাধারণ ভোটাররাও পরেছেন বিফাকের মধ্যে । তবে এখানকার মানুষের মাঝে নির্বাচন নিয়ে উৎসাহ থাকলেও উদ্বেগ আর উৎকন্ঠাও আছে । বিশেষ করে রাজনগর উপজেলার ৭ নং কামারচাক ও ৬ নং টেংরা ইউনিয়নে দুই বহিস্কৃত বিদ্রোহী প্রার্থীকে নিয়ে । প্রায় ষোল হাজার ভোটার আর নয়টি ওয়ার্ড নিয়ে গঠিত কামারচাক ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান নাজমুল হক সেলিম । তার পক্ষে দলীয় নেতা কর্মীদের খুব একটা না দেখা গেলেও বর্তমান চেয়ারম্যান থাকায় তার পক্ষে সাধারণ মানুষের বড় একটি অংশকে নির্বাচনী গণসংযোগে ব্যস্ত থাকতে দেখা গেছে, অন্যদিকে একই ইউনিয়নে দলের বিদ্রোহী প্রার্থী আতাউর রহমান সোহেল । বিএনপি দলীয় প্রার্থী আতাউর রহমান ওরফে গোলাম আজম । তবে এখানে বিএনপি’র কোন বিদ্রোহী প্রার্থী নেই তাই নিরব প্রচারণা চালিয়ে বেশ ভাল অবস্থানে রয়েছেন বিএনপি’র এ প্রার্থী। এখানে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীর যত অভিযোগ বর্তমান চেয়ারম্যান ও আওয়ামীলীগ প্রার্থী নাজমুল হক সেলিমের বিরুদ্ধে। আতাউর রহমান সোহেল অভিযোগ করে বলেন, বর্তমান চেয়ারম্যান আওয়ামীলীগের কোন লোক না তাকে কখনো আওয়ামীলীগের কোন মিছিল মিটিংয়ে দেখা যায়নি।

অন্যদিকে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী নাজমুল হক সেলিম বিদ্রোহী প্রার্থীর সব অভিযোগ অস্বীকার করে বলেন আমার বিরুদ্ধে এসব অপপ্রচার চালিয়ে জনমত পক্ষে নেয়া যাবেনা,নির্বাচনে বিজয় ঠেকানোও যাবেনা।

রাজনগর উপজেলার আরেক ইউনিয়ন ৬ নং টেংরা ইউনিয়নে মোট চেয়ারম্যান প্রার্থীর সংখ্যা ৩ জন, তারা হলেন,আওয়ামীলীগের প্রার্থী সাবেক চেয়ারম্যান আব্দুল কাদির মোত্তালিব আর বিদ্রোহী প্রার্থী হলেন বর্তমান চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ নেতা টিপু খান ও বিএনপি মনোনিত প্রার্থী মোঃ বাবলু। এ ইউনিয়নের সাধারণ ভোটাররা মনে করছেন আওয়ামীলীগের মনোনিত চেয়ারম্যান প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর দন্দে সুবিধা নেবে বিএনপি’র প্রার্থী। তবে এ বিষয়টি মানতে নারাজ বিদ্রোহী প্রার্থী টিপু খান ও আওয়ামীলীগ প্রার্থী আব্দুল কাদির মোত্তালিব। সব কিছু ঠিক থাকলে আগামী ৭ মে পর্যন্ত এ দুই ইউনিয়নের ভোটারদের অপেক্ষা করতে হবে নির্বাচনে বিজয়ী চেয়ারম্যানকে হবেন তা নিয়ে।

(এমএকে/এএস/মে ০৩, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test