E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শরীয়তপুরে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

২০১৬ মে ০৪ ১৪:৩১:০৭
শরীয়তপুরে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

শরীয়তপুর প্রতিনিধি : ৫ম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপ্রত্র দাখিলের  শেষ দিনে মঙ্গলবার শরীয়তপুর জেলার নড়িয়া ও জাজিরা উপজেলার  ১৮টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী পদে ৫৬   জন  সংরক্ষিত মহিলা ১৩২ জন ও  সাধারণ আসনে ৪২৪  জন মেম্বার প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। ৫টি ইউনিয়নে চেয়ারম্যান পদে একক প্রার্থীর মনোনয়নপত্র জমা পরায় আওয়ামীলীগের ৫জন প্রার্থী  বিনা প্রতিদ্বন্দিতায়  নির্বাচিত হওয়ার পথে এগিয়ে রয়েছেন।

নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, নড়িয়া উপজেলায় ১৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে মোট চেয়ারম্যান প্রার্র্থী ৩২ জন , সংরক্ষিত মহিলা আসনে ১২৬ জন ও সাধারন আসনে ৩৪৮ জন মেম্বার প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।এ র মধ্যে চেয়ারম্যান পদে যারা মনোনয়নপত্র দাখিল করেছেন তারা হলেন ভোজেশ্বর ইউনিয়নে মোঃ নুরুল হক বেপারী (আওয়ামীলীগ একক), বিঝারী ইউনিয়নে আঃ সালাম মাষ্টার (আওয়ামীলীগ) আঃ রাজ্জাক হাওলাদার ও আলী আহম্মেদ কাজি (আওয়ামীলীগ বিদ্রোহী), চরআত্রা ইউনিয়নে সামসুল আলম দাদন মুন্সি (স্বতন্ত্র) সেলিনা জামান (আওয়ামীলীগ), নওয়াপাড়া ইউনিয়নে জাকির হোসেন মুন্সি ও রাসেদ আজগর (স্বতন্ত্র),¿ মাহবুব আলম (আওয়ামীলীগ), ভূমখাড়া ইউনিয়নে মোঃ শাহজাজাহান দালাল (আওয়ামীলীগ একক), মোক্তারেরচর ইউনিয়নে শাহ আলম চৌকিদার (আওয়ামীলীগ), কবিরুজ্জামান (স্বতন্ত্র) ,বাদশা শেখ, মফিজ ঢালি ও মামুন সিকদার (আ’লীগ বিদ্রোহী), নুর ইসলাম ঢালি (স্বতন্ত্র), নশাসন ইউনিয়নে দেলোয়ার হোসেন তালুকদার (আওয়ামীলীগ), সেলিম পারভেজ (বিএনপি), বাবুল হোসেন, জুলহাস মাদবর, ফখরুল ইসলাম ও মোঃ জানে আলম জনি (আওয়ামীলীগ বিদ্রোহী), ঘড়িষার ইউনিয়নে আঃ রব বেপারী (আওয়ামীলীগ), মতিউর রহমান সাগর (বিএনপি), মোতাহারা বেগম, রিপন হোসাইন, সুমন মিয়া ও রাবিয়া আক্তার (আওয়ামীলীগ বিদ্রোহী), ডিঙ্গামানিক ইউনিয়নে মোঃ আনোয়ার হোসেন খান (আওয়ামীলীগ একক), রাজনগর ইউনিয়নে জাকির হোসেন গাজি (আওয়ামীলীগ), আবু আলম মাদবর (আওয়ামীলীগের বিদ্রোহী), জপসা ইউনিয়নে শওকত হোসেন বয়াতি (আওয়ামীলীগ একক), চামটা ইউনিয়নে গিয়াস উদ্দির রাঢ়ি (আওয়ামীলীগ), ছিদ্দিক ঢালি (আওয়ামীলীগ বিদ্রোহী), ফতেজঙ্গপুর ইউনিয়নে আলী হোসেন খন্দকার (আওয়ামীলীগ) ও আবুল কালাম রাঢ়ি (আওয়ামীলীগের বিদ্রোহী) প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন।

এদিকে জাজিরা উপজেলার ৫টি ইউনিয়নে মোট চেয়ারম্যান ২৫ জন, সংরক্ষিত মহিলা ৪৯ জন ও সাধারন আসনে ১৮৩ জন মেম্বার প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে যারা মনোনয়নপত্র দাখিল করেছেন তারা হলেন জয়নগর ইউনিয়নে নাসরিন আক্তার (আওয়ামীলীগ), সেলিম খালাসী তোতা মিয়া (জাতীয়পাটির্), (ইসমাইল খান আ’লীগ বিদ্রোহী), কাজী শফিকুর রহমান স্বপন, লিয়াকত হোসেন, কাজি আমিনুল ইসলাম মিন্টু, ফরিদা ইয়াসমীন (স্বতন্ত্র) ও ইমরান মাহবুব (বিএনপি), পূর্বনাওডোবা ইউনিয়নে নেছার উদ্দিন মাদবর (আওয়ামীলীগ), আলতাফ হোসেন খান, লাল চান মাদবর, আঃ রাজ্জাক মাদবর ও মাসুদা বেগম (আওয়ামীলীগের বিদ্রোহী), পালের চর ইউনিয়নে মোঃ আবুল হোসেন ফরাজি (আওয়ামীলীগ), মতিউর রহমান (আওয়ামীলীগের বিদ্রোহী), তাজেল মোল্যা বিএনপি, সেনেরচর ইউনিয়নে ইসমাইল হোসেন মোল্যা (আওয়ামীলীগ), রাসেল মাহমুদ, আলী আকবর মোল্যা, মিন্টু মোল্যা (আওয়ামীলীগ বিদ্রোহী), ইয়াকুব আলী (বিএনপি), রিয়াজ মাহমুদ (জাসদ), বিলাসপুর ইউনিয়নে হাজী আবু তাহের সরদার (আ’লীগ একক)।

এ দিকে নড়িয়া উপজেলার ইউনিয়নে আলহাজ মোঃ আনোয়ার হোসেন খান ভোজেশ্বর ইউনিয়নে মোঃ নুরুল হক বেপারী, ভুমখাড়া ইউনিয়নে মোঃ শাহজাহান দালাল, জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের হাজী আবু তাহের সরদার বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হওয়ার পথে এগিয়ে রয়েছেন। এরা সকলেই আওয়ামীলীগের দলীয় প্রার্থী।

(কেএনআই/এএস/মে ০৪, ২০১৬)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test