E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

মেহেরপুরে সরকারের সাফল্য অর্জন নিয়ে প্রেস ব্রিফিং

২০১৬ মে ০৬ ১৬:০১:৪৬
মেহেরপুরে সরকারের সাফল্য অর্জন নিয়ে প্রেস ব্রিফিং

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর কলম সৈনিকদের নিয়ে প্রেস ব্রিফিং করল জেলা তথ্য অফিস। আজ শুক্রবার বেলা ১১টায় মেহেরপুর প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে সরকারের উল্লেখযোগ্য সাফল্য অর্জন নিয়ে এ প্রেস ব্রিফিং।

জেলা তথ্য অফিসার রোস্তম আলী তার বক্তব্যে জানান, সরকারের প্রথম মেয়াদসহ বিগত সাত বছরে দেশ বাসীর প্রত্যাসা অনুযায়ী একটি সুখী, সমৃদ্ধ মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিতে অর্থনীতি, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, স্বাস্থ্য,সামাজিক নিরাপত্তা,পরিবেশ উন্নয়ন, টেলিযোগাযোগ, অবকাঠামো নির্মাণ ইত্যাদি খাতে সরকার গ্রহণ করেছে কাযকর্রী পদক্ষেপ। এর ফলে বংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশ এখন হতে চলেছে একটি মধ্যম আয়ের দেশ। এছাড়াও সর্বত্র তথ্য প্রযুক্তির ব্যবহারে এদেশকে বলা হচ্ছে ডিজিটাল বাংলাদেশ। বর্তমানে দেশের মানুয়ের মাথাপিছু আয় ১৩১৬ মার্কিন ডলার যা এদেশের টাকায় লক্ষাধিক টাকার অধিক।

এছাড়াও সরকারের বিভিন্ন মন্ত্রনালয়ের উল্লেখযোগ্য কিছু সাফল্য তুলে ধরেন। শিক্ষা খাতে প্রাথমিক শিক্ষায় ঝড়ে পড়ার হার কমেছে। খাদ্যশষ্যর উৎপাদন বৃদ্ধি, নতুন বিদুৎকেন্দ্র স্থাপনসহ উৎপাদন ক্ষমতা ১৩২৮৩ মেগাওয়াটে উন্নীতকরণ, সরকারি ই-সেবা, পদ্মাসেতু নির্মাণ, বয়স্ক-ভাতাভোগীদের সংখ্যা বৃদ্ধিকরন, মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বৃদ্ধি সহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন এবং পদক্ষেপ নেওয়া।

আরো জেলার কিছু উন্নয়নের কথা তুলে ধরে বলেন, ভৈরব নদী পুন:খনন, পিটিআই ভবন, জর্জ কোর্ট ভবনের উর্দ্ধমূখি নির্মান সম্প্রসারন, পুলিশ লাইনে ৩০০ ফোর্সের ব্যারাক নির্মানের ৩য় তলা, পুলিশ লাইনে মহিলা পুলিশ ব্যারাক নির্মাণ,মেহেরপুর সরকারি কলেজে ১০০ শয্যার ছাত্রী নিবাস নির্মাণ, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ, মেহেরপুর পৌর কলেজ, গাংনী মহিলা ডিগ্রী কলেজ, কাজীপুর কলেজ ও আড়পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমী ভবন নির্মাণসহ বিভিন্ন সড়কের উন্নয়ন কাজ গ্রহন করা।

সংবাদ সম্মেলনে জেলা তথ্য অফিসার রোস্তম আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক রফিকুল আলম, তোযাম্মেল আযম, কামরুজ্জামান, মিজানুর রহমান, আবু লায়েচ লাবলু, আতাউর রহমান, মনিরুল ইসলাম ও লাকি প্রমুখ। এছাড়াও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিল।

(এমআইএম/এএস/মে ০৬, ২০১৬)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test