E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শীঘ্রই রংপুর মেট্রোপলিটন পুলিশের যাত্রা শুরু

২০১৪ জুন ০৫ ১৯:১৬:৪৯
শীঘ্রই রংপুর মেট্রোপলিটন পুলিশের যাত্রা শুরু

রংপুর প্রতিনিধি : রংপুর বিভাগ থেকে মাদক নির্মুলকে খুব গুরুত্ব দিয়ে চিরুনী অভিযান চালাচ্ছে বলে জানিয়েছেন পুলিশের রংপুর রেঞ্জের ভারপ্রাপ্ত উপ-মহা পুলিশ পরিদর্শক (ডিআইজি) হুমায়ুন কবির।

বৃহস্পতিবার দুপুরে ডিআইজি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা জানিয়েছেন।

তিনি বলেন, রংপুর বিভাগে মাদক নিয়ন্ত্রণে চিরুনী অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকের সঙ্গে কোনভাবেই আপোষ করবে না পুলিশ।

রংপুর মেট্রোপলিটন পুলিশ আরএমপির কার্যক্রম সম্পর্কিত প্রয়োজনীয় জনবল নিয়োগ সংক্রান্ত প্রস্তাবনা পুলিশ হেড কোয়ার্টারের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। খুই শীঘ্রই তা বাস্তবায়ন হবে বলেও জানান তিনি।

তিনি আরো বলেন, গত ২২ মে থেকে ৩১ মে পর্যন্ত বিভাগের আট জেলা ১৫৪ টি উপজেলায় অভিযান চালিয়ে দুই হাজার ৪৮৯ বোতল ফেনসিডিল, ২৬ পুরিয়া হিরোইন, ৬৭ কেজি ৬৮ গ্রাম গাজা, ১১৪ বোতল মদ, পাঁচ ইয়াবা ট্যাবলেট, ১ বোতল হুইস্কি, একটি পিকআপ, ৫ টি মোটর সাইকেল, ১০০ টি জালনোট উদ্ধার করা হয়েছে।

এই সময়ে দুই হাজার ৯৭২ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়। এরমধ্যে যাবজ্জীবন সাজাপ্রাপ্তসহ ৪০ জন আসামিও রয়েছেন। এ সময় রংপুরে কর্মরত বিভিন্ন প্রেস ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

(ওএস/এস/জুন ০৫, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test