E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাজবাড়ীর ২৪টি ইউনিয়নে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন চলছে

২০১৬ মে ০৭ ১২:২৫:৪৮
রাজবাড়ীর ২৪টি ইউনিয়নে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন চলছে

দেবাশীষ বিশ্বাস, (রাজবাড়ী):চতুর্থধাপে নির্বাচনে আজ রাজবাড়ী জেলার ২৪টি ইউনিয়নে সকাল ৮টা থেকে ভোট গ্রহন চলছে। রাজবাড়ী সদর উপজেলার ১৪টি ইউনিয়নে এবং পাংশা উপজেলার ১০টি ইউনিয়নে সকাল থেকে এই ভোটগ্রহন শুরু হয়েছে।

বিভিন্ন কেন্দ্রর প্রিজাডিং কর্মকর্তারা বলেন প্রত্যেকটি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন চলছে। রাজবাড়ী জেলা প্রশাসক জিনাত আরা এবং পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম রাজবাড়ী জেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে নির্বাচনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

চতুর্থধাপের এই নির্বাচনে রাজবাড়ী উপজেলার ১৪ টি ইউনিয়নের চেয়ারম্যান পদে ৫৭ জন এবং সদস্য পদে ৪৫৩ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩২ জন প্রার্থী এই নির্বাচনে প্রতিন্দন্দ্বিতা করছেন। রাজবাড়ী সদর উপজেলার মোট ২,২১,১০১ জন ভোটার চতুর্থ ধাপের এই নির্বাচনে ভোট প্রদান করবে। যার মধ্যে পুরুষ ভোটার রয়েছে ১,১২,৮০২ এবং মহিলা ভোটার ১,০৮,২৯৯ জন।

ভোট দিতে আসা বসন্তপুর ইউনিয়নের এক ভোটার বলেন, যতদূর মনে হচ্ছে সুষ্ঠ ভোট হবার চেষ্টা প্রশাসন করেছে তবে এক এক জন ভোট দিতে অনেক সময় নিচ্ছে। কেন্দ্রে কেন এমন হচ্ছে এই প্রশ্নের উত্তরে সহকারী প্রিজার্ডিং কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, অনেক বৃদ্ধ ভোটার ভোট দিতে এসেছে যারা বয়সের ভারেই একটু বেশি সময় নিচ্ছে।

আলম বিশ্বাস নামের একজন ভোটার উত্তরাধিকার ৭১ নিউজকে বলেন, অনেকেই ভেবেছিলো কারচুপি হতে পারে কিন্তু প্রশাসনের যে উপস্থিতি তাতে মনে হয় অনেকের পরাজয় সময়ের ব্যাপার মাত্র। তিনি আরো বলেন হুমকি-ধামকি দিয়ে ভোট পাওয়া যায় না। ভোট হচ্ছে গোপনে দেখবেন অনেকেই ভয়ে এক প্রতীক লাগিয়ে ভোটকেন্দ্রে যাচ্ছে কিন্তু ভোট গণনার সময় এই বিষয়গুলো টের পাবে।





(ওএস/এস/মে০৭,২০১৬)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test