E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মেহেরপুরে ভোটকেন্দ্রে পুলিশের ফাঁকা গুলি, আহত ৪

২০১৬ মে ০৭ ১৫:১৩:৪০
মেহেরপুরে ভোটকেন্দ্রে পুলিশের ফাঁকা গুলি, আহত ৪

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের পলাশীপাড়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকায় প্রকাশ্যে সিল দেওয়ার অপরাধে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর এজেন্ট শরিফুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনুজ্জামান। এ সময় শরিফুলকে এজেন্টের দায়িত্ব থেকে অব্যহতি দেয় প্রিজাইডিং অফিসার। বিদ্রোহী ও সতন্ত্র প্রার্থীদের দাবি তাদের এজেন্টদের প্রবেশে বিভিন্ন কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি।

অন্যদিকে ষোলটাকা ইউনিয়নের ষোলটাকা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা সমর্থকদের কেন্দ্র দখলের চেষ্টার সময় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা শটগানের দুই রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। এতে পালিয়ে যায় দখল করতে আসা লোকজন। এসময় আওয়ামী লীগের প্রার্থীর কর্মীরা স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী আয়ুব আলীর ব্যবহৃত মোটর সাইকেলটি ভাংচুর করে।

অপরদিকে সকালে ষোলটাকা ইউনিয়নের সহড়াবাড়ীয়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আয়ুব আলীর এজেন্টকে প্রবেশে করতে বাধা দেয় আওয়ামী লীগ প্রার্থী আমিনুল ইসলাম দেলবারের কর্মীরা। এসময় দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের চারজন আহত হন। এদের মধ্যে ষোলটাকা ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়াকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার পর থেকেই সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে বিভিন্ন বাহিনীর অতিরিক্ত ফোর্স ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে দাবি করেন মেহেরপুর পুলিশ সুপার হামিদুল আলম।

(এমআইএম/এএস/মে ০৭, ২০১৬)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test