E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জকিগঞ্জে চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

২০১৬ মে ১১ ১৫:৪৬:২৭
জকিগঞ্জে চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি : নিজ নিজ কর্মী, সমর্থকদের উপস্থিতিতে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও উৎসবমূখর পরিবেশের মধ্যে দিয়ে জকিগঞ্জে আওয়ামীলীগ দলীয় ৯ চেয়ারম্যান প্রার্থী, বিএনপি দলীয় ৭ প্রার্থী, জাপা ৮ চেয়ারম্যান প্রার্থী, জমিয়তে উলামায়ে ইসলামের ৩ জন প্রার্থীসহ মোট ২৮ জন রাজনৈতিক দলের ও ২৮ জন স্বতন্ত্র প্রার্থী মনোনয়পত্র দাখিল করেছেন।

মনোনয়ন দাখিলকারী আওয়ামীলীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থীরা হলেন, বারহাল ইউপির মো. মিছবাহ জামান, বিরশ্রী ইউপির মো. ইউনুছ আলী, কাজলসার ইউপির মো. জুলকার নাইন লস্কর, খলাছড়া ইউপির কবির আহমদ, জকিগঞ্জ ইউপির মো. খলিলুর রহমান, বারঠাকুরী ইউপির মহসিন মর্তুজা চৌধুরী টিপু, কসকনকপুর ইউপির মো. আব্দুর রাজ্জাক তাপাদার রিয়াজ ও মানিকপুর ইউপির দলীয় চেয়ারম্যান প্রার্থী আবু জাফর মোহাম্মদ রায়হান, বিএনপির বারহালে বুরহান উদ্দিন রনি, মানিকপুর ইউপির দলীয় প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি হেলাল আহমদ চৌধুরী, জকিগঞ্জ ইউপির বিএনপির দলীয় প্রার্থী ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ, বিরশ্রী ইউপির বিএনপির দলীয় প্রার্থী জয়নাল আহমদ চৌধুরী, কাজলসার ইউনিয়নে মোস্তাক আহমদ, সুলতানপুর ইউপির বিএনপির দলীয় প্রার্থী মুজিবুর রহমান, বারঠাকুরী ইউপির বিএনপির দলীয় প্রার্থী নাসির উদ্দিন তাদের মনোনয়নপত্র জমা দেন।

আওয়ামীলীগ বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন সুলতানপুর ইউনিয়নে ছাত্রলীগের সাবেক আহবায়ক রফিকুল ইসলাম, কাজলসার ইউনিয়নে সাবেক চেয়ারম্যান জহরুল হক খসরু, আতিকুর রহমান মনি, আব্দুল গফুর, বারঠাকুরী ইউপিতে বিয়ানীবাজার সরকারী কলেজের সাবেক এজিএস আওয়ামীলীগ নেতা জামাল আহমদ মাষ্টার, কসকনপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আলতাফ লস্কর, বিরশ্রী ইউপিতে সালেহ আহমদ ছালু, খলাছড়া ইউনিয়নে ইউপি আওয়ামীলীগ সভাপতি গফুর আলী, গোলাম মস্তুফা মাসুক, জকিগঞ্জ ইউপিতে ছালেহ আহমদ জালালি, বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন, কাজলাসার ইউনিয়নে চেরাগ আলী ও তার ছেলে শামিম আহমদ, সুলতানপুর ইউনিয়নে হাসান আহমদ।

তবে ৯ ইউনিয়নের মধ্যে দুটিতে প্রার্থী দিতে পারেনি বিএনপি। জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন, বারহালে আবুল কালাম চৌধুরী, কাজলসার ইউনিয়নে জামাল আহমদ ও ফারুক আহমদ লোদী দুজনই, খলাছড়া ইউনিয়নে আব্দুল হক, বিরশ্রী ইউপিতে আব্দুল আজিজ সিরাজী, জকিগঞ্জ ইউপিতে আতাউর রহমান আলতা, বিদ্রোহী মাহতাব আহমদ, সুলতানপুর ইউপিতে জালাল উদ্দিন ও আনোয়ার হোসেন, বারঠাকুরীতে ময়নুল ইসলাম, মানিকপুর ইউপিতে মাহতাব আহমদ জমা দেন। তবে বারঠাকুরী ইউপি জাপার বিদ্রোহী প্রার্থী হাসান আহমদ খান অভিযোগ করেন, আওয়ামীলীগ দলীয় চেয়ারম্যান প্রার্থীর ইঙ্গিতে তার মনোনয়ন জমা নেয়া হয়নি।

জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন, কাজলসার ইউনিয়নে মাওলানা ছালেহ আহমদ ও সুলতানপুরে মাওলানা আব্দুশ শহীদ, কসকনকপুর ইউনিয়নে মাওলানা হুমায়ন কবির বাবর, স্বতন্ত্র প্রার্থী হিসেবে জমা দেন বারহালে জামায়াত নেতা বর্তমান চেয়ারম্যান মোস্তাক আহমদ, জাকির হোসেন চৌধুরী, কাজলসার ইউপিতে বর্তমান চেয়ারম্যান আল ইসলাহ নেতা আব্দুর রশিদ বাহাদুর, আবুল হোসেন, বিরশ্রী ইউপিতে আব্দুস সালামসহ ২৮ স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী।

এছাড়াও ৮১ টি ওয়ার্ডে সদস্য পদে ৩৭১ ও সংরক্ষিত ওয়ার্ডে ৮৭ জন সদস্যা মনোনয়নপত্র জমা দেন।

(এসপি/এএস/মে ১১, ২০১৬)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test