E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মান্দায় দুর্ঘটনা কবলিত মাইক্রোবাস থেকে অস্ত্র উদ্ধার, আটক ১

২০১৬ মে ১১ ২০:৩৪:৪৩
মান্দায় দুর্ঘটনা কবলিত মাইক্রোবাস থেকে অস্ত্র উদ্ধার, আটক ১

নওগাঁ প্রতিনিধি : বুধবার বিকেল ৩টার দিকে নওগাঁর মান্দায় দুর্ঘটনা কবলিত একটি মাইক্রোবাস থেকে ৩টি চাইনিজ কুড়াল, ২টি চাকু ও ৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় আলম হোসেন (২২) নামে এক যুবককে চিকিৎসাধীন অবস্থায় মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গ্রেফতার করা হয়েছে। আটক আলম উপজেলার শ্রীরামপুর গ্রামের দয়াল শাহের ছেলে।

মাইক্রোবাসের অপর ৩ আরোহীকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এরা হলো, মান্দা উপজেলার শ্রীরামপুর গ্রামের সামসুল ইসলাম চৌধুরীর ছেলে মাইক্রোবাসের চালক বাবু (৩০), ছোটবেলালদহ গ্রামের মনসুর রহমান মন্ডলের ছেলে শাকিল আহমেদ (৩২) ও সুজন (৩৫)।

স্থানীয়রা জানান, বুধবার বিকেলে বাবুসহ ৪ যুবক সতীহাট থেকে একটি মাইক্রোবাসে ফেরিঘাটের দিকে যাচ্ছিল। পথে নওগাঁ-রাজশাহী মহাসড়কের সাতবাড়িয়া জেহের আলীর মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পশ্চিম পাশে উল্টে যায়। এতে মাইক্রোবাসের চালক বাবুসহ ৪ যুবক গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বাবু, শাকিল ও সুজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত আলমকে মান্দা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা আরো জানান, আহতদের উদ্ধার করতে গিয়ে ওই মাইক্রোবাস থেকে ৩টি চাইনিজ কুড়াল, ২টি চাকু ও ফেন্সিডিলগুলো দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থল থেকে সেগুলো উদ্ধার করে হেফাজতে নেয় পুলিশ। স্থানীয়দের মতে, ওই ৪ যুবক সম্পূর্ণ অসৎ উদ্দেশ্যে কোথাও সন্ত্রাসী তান্ডব চালানোর জন্য মাইক্রো নিয়ে যাবার সময় এমন দূর্ঘটনা ঘটে।

মান্দা থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন জানান, ঘটনায় আলম হোসেন নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। মাইক্রোবাসের অপর ৩ যুবককেও গ্রেফতার করা হবে বলে জানান তিনি।


(ওএস/অ/মে ১১, ২০১৬)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test