E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঢামেক হাসপাতালে হিজরাদের হামলা, ব্রাদার আহত

২০১৪ জুন ০৫ ২১:১৪:৩৩
ঢামেক হাসপাতালে হিজরাদের হামলা, ব্রাদার আহত

স্টাফ রিপোর্টার : ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের মর্গে এক হিজরার লাশ আটকিয়ে আহাদ আলী নামে এক ব্রাদারকে গণপিটুনী দিয়েছে হিজরারা। পরে ঢামেক হাসপাতাল দায়িত্বরত আনসার সদস্যরা তাকে উদ্ধারের হাসপাতালে চিকিৎসা দেন।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে মিরপুর-১০ নম্বর এলাকায় একটি ট্রাকের ধাক্কায় রুবেল ওরফে রুবী (১৭) নামের এক হিজরা গুরুতর আহত হন। পরে তার সহকর্মীরা তাকে উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসে। এসময় হাসপাতালের ইএমও হিজরা রুবীর পরণে শাড়ী কাপড় পড়া দেখে ২০৪ নম্বর মহিলা ওয়ার্ডে ভর্তি করেন।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সে মারা যান। পরে ওয়ার্ডে চিকিৎসক তাকে মেয়ে হিসেবে মৃত ঘোষনা করেন। এরপর হাসপাতালের ব্রাদার তুহিন তাকে ছেলে দেখেন। ফলে তিনি লাশের কাগজপত্র নিজের দখলে রেখে লাশ জরুরী বিভাগের মর্গে রাখেন। কিন্তু মর্গে দায়িত্বরত ব্রাদার আহাদ আলীর কাছে লাশের কোন কাগজপত্র দেয়নি।

অপর দিকে রাত সাড়ে ৮ টার দিকে এসআই মাহবুব লাশের সুরৎহাল রিপোর্ট তৈরীর জন্য মর্গে আসলেও আহাদ আলী কাগজ ছাড়া লাশ দেখাতে অপরাগতা প্রকাশ করে। এসময় হিজরারা তাদের সাথে খারাপ আচরণ করলে ২জন হিজরাকে লাশের ঘরে আটকিয়ে রাখা হয়।

খবর পেয়ে ২০/২৫ জন হিজরা এসে আহাদ আলীকে ধরে গণপিটুনী দেয়। এসময় খবর পেয়ে হাসপাতালের আনসার সদস্যরা এসে তাকে উদ্ধার করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত হিজরারা হাসপাতালে উলঙ্গ হয়ে নাচানাচি করছে।

(ওএস/এস/জুন ০৫, ২০১৪)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test