E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাবার কাছে চাঁদা চাওয়ার অভিযোগে শ্রীঘরে ছেলে

২০১৬ মে ১৪ ১৫:১৮:২৪
বাবার কাছে চাঁদা চাওয়ার অভিযোগে শ্রীঘরে ছেলে

চট্টগ্রাম প্রতিনিধি : বাবার কাছে চাঁদা চাওয়ার অভিযোগে শ্রীঘরে যেতে হলো ছেলেকে। শনিবার সকালে বাবা নিজেই বেলাল উদ্দিন মুন্না (৩৪) নামে ওই ছেলেকে পুলিশে দেন।

বায়েজিদ থানার পাঁচলাইশ চালিতাতলি এলাকা থেকে আটক বেলাল উদ্দিন মুন্নার বিরুদ্ধে নিজ পিতাকে হত্যা চেষ্টা ছাড়াও পাঁচলাইশের প্রাক্তন ওয়ার্ড কমিশনার লিয়াকত আলী হত্যা, জায়গা দখল, চাঁদাবাজি ও শিবির ক্যাডার সাজ্জাদকে সহযোগিতার অভিযোগ রয়েছে।

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ছেলে সন্ত্রাসী, হত্যা মামলার আসামি। অপরাধ কর্মকাণ্ড থেকে কিছুতেই থামানো যাচ্ছে না তাকে।

চাঁদার দাবিতে শেষ পর্যন্ত বাবার ওপরও হামলা করেছে সে। নিরুপায় হয়ে পুলিশের সাহায্য চাইলেন বৃদ্ধ পিতা। থানায় নিজের ছেলেসহ পুত্রবধূর নামে দায়ের করলেন মামলা। আর সেই মামলায় ‘সন্ত্রাসী’ ছেলেকে গ্রেফতার করেছে বায়েজিদ থানা পুলিশ।

ওসি মহসীন বলেন, ‘পরিবারের অমতে প্রথম স্ত্রীকে তালাক দিয়ে দ্বিতীয় বিয়ে করেন মুন্না। এরপর থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবি এবং সম্পত্তি নিজের নামে লিখে নেয়ার জন্য পিতার ওপর নির্যাতন শুরু করে।

এক পর্যায়ে গত ১০ মে তাকে হত্যার উদ্দেশ্যে স্ত্রী ও সুমন নামে একজনকে নিয়ে ব্যাপক মারধরও করে মুন্না। এ ধরনের ঘটনার জন্য চলতি বছরের ফেব্রুয়ারিতেও একটি জিডি করেছিলেন মুন্নার পিতা আব্দুর রশীদ।

গত ১০ মের ঘটনায় মামলা দায়েরের পর শরিবার সকালে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।’

মামলার এজাহারে পিতা আব্দুর রশীদ ছেলেকে কমিশনার লিয়াকত হত্যা মামলার আসামি ছাড়াও ভূমিদস্যু, চাঁদাবাজ এবং সন্ত্রাসী হিসেবে উল্লেখ করেছেন। নিজের ওপর কী ধরনের নির্যাতন করেছে তার বিস্তারিত বর্ণনা দিয়ে ছেলের গ্রেফতার পূর্বক বিচার চেয়েছেন মামলার বাদি।

(ওএস/এএস/মে ১৪, ২০১৬)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test