E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

রাজশাহীতে লোকোৎসব শুরু

২০১৪ জুন ০৬ ০৯:৪৫:১৫
রাজশাহীতে লোকোৎসব শুরু

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী জেলায় তিন দিনব্যাপী আম, সিল্ক প্রদর্শনী ও লোকোৎসব শুরু হয়েছে।

নগরভবনের গ্রিন প্লাজায় সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল বৃহস্পতিবার সন্ধ্যায় উৎসবের উদ্বোধন করেন।

উৎসবের নানা আয়োজনের মধ্যে ছিল আম, রাজশাহীর রেশম প্রদর্শনী এবং ঐতিহ্যবাহী গম্ভীরা ও বাউল সঙ্গীতের আসর।

এ উৎসবের আয়োজন করেছে ‘আমরা রাজশাহীবাসী’ সংগঠন। টানা সপ্তমবারের মতো এ আয়োজনের পৃষ্ঠপোষকতা করছে দেশের অন্যতম বৃহত্তম মোবাইল অপারেটর বাংলালিংক।

উৎসবে মূলত তিনটি প্রধান পণ্যের পুনঃউপস্থাপন করা হচ্ছে, যেগুলো বাঙালির চিরকালের গৌরব।

আম বাংলাদেশের উত্তর-দক্ষিণ অঞ্চলের শীর্ষস্থানীয় ঋতুভিত্তিক মূল্যবান ফল যা রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে।

রাজশাহী সিল্কের তৈরি শাড়ি ও অন্যান্য পণ্যের প্রতি আগ্রহ ও অনুরাগ শুধু দেশীয় মানুষের মধ্যেই ব্যাপক নয়, বিশ্বজুড়ে রয়েছে বিপুল চাহিদা। এ ছাড়া গম্ভীরা বাংলাদেশের বরেন্দ্র অঞ্চলের লোকগান। এ সঙ্গীত দেশের পশ্চিমাঞ্চলের ঐতিহ্যবাহী গীতি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ও আমরা রাজশাহীবাসীর সভাপতি আলহাজ আবু বাক্কার আলী, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক স্বপন চন্দ্র পাল ও বাংলালিংকের রাজশাহী রিজিওনাল কমার্শিয়াল হেড শাহ্ রাফিউল কবীর।

এর আগে উৎসব উপলক্ষে নগর ভবনের গ্রিন প্লাজা থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শনিবার সন্ধ্যা পর্যন্ত এ উৎসব চলবে।

তিন নিব্যাপী এ মেলায় ৬টি স্টলে ৪৮ প্রজাতির ও রেমশ শিল্প প্রদর্শনী করা হয়েছে। এ ছাড়াও বেসরকারি মোবাইল ফোন কোম্পানি বাংলালিংকের একটি স্টল রয়েছে।

(ওএস/এইচআর/জুন ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test