E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

২০১৬ মে ১৭ ১৫:৩১:৫৮
স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : আগামী ২৮ মে অনুষ্ঠিতব্য ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী স্বতন্ত্র প্রার্থী মোঃ মনিরুল ইসলামের কর্মী-সমর্থকদের নানাভাবে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে লিখিত বক্তব্য পাঠ করেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ মনিরুল ইসলাম।

লিখিত বক্তব্যে মোঃ মনিরুল ইসলাম বলেন, তালশহর পূর্ব ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমিসহ আওয়ামীলীগ ও বিএনপির মোট চারজন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। তবে ইউনিয়নের সাতটি গ্রামের সাধারণ ভোটাররা আমাকে সমর্থন দিয়েছেন। সঙ্গত কারণে নির্বাচনী মাঠে আমার অবস্থান ভালো হওয়ায় প্রতিদ্বন্দ্বি বাকি তিন প্রার্থী আমার প্রতি ঈর্ষান্বিত হয়ে আমার কর্মী-সমর্থকদের নানাভাবে হয়রানি করার কৌশল অবলম্বন করেছেন।

তিনি বলেন, গত ১৫ মে স্থানীয় সোনাসার গ্রামের একটি নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে আমার কর্মীকে গ্রেফতার করে পুলিশ। গত ১৬ মে বিকেলে মোহনপুর গ্রামের আমার নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে একটি উঠান বৈঠক করার জন্য লোকজন জমায়েত হলে পুলিশ তাতে বাধা দেয়। কর্মী-সমর্থকদের অযথা হয়রানী বন্ধের দাবি জানিয়ে তিনি আরও বলেন, যদি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হয় তাহলে তালশহর পূর্ব ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হবেন সংবাদ সম্মেলনে তালশহর পূর্ব ইউনিয়নের বয়োজ্যেষ্ঠরা ছাড়াও জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

(এএ/এএস/মে ১৭, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test