E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শাহজাদপুরে লক্ষাধিক টাকার লিচু বিক্রি, বিষমুক্ত কিনা পরীক্ষার কোন ব্যবস্থা নেই

২০১৬ মে ১৮ ১৫:৩০:৩৫
শাহজাদপুরে লক্ষাধিক টাকার লিচু বিক্রি, বিষমুক্ত কিনা পরীক্ষার কোন ব্যবস্থা নেই

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : বুধবার শাহজাদপুর হাটে লক্ষাধিক টাকার লিচু বিক্রি হয়েছে। আর এসব লিচুর সিংহভাগ আসে পাবানার ঈশ্বরদী, চাটমোহর, কাশিনাথপুর ও নাটরের নাজিরপুর, গুরুদাসপুর থেকে।

এই মৌসুমী ফলটি হাটে প্রচুর বিক্রি হওয়ায় ফল ব্যবসায়ীরা খুশি। লাল টকটকে চোখ ধাঁধানো এ লিচু ক্রেতাদের আকৃষ্ট করেছে। লক্ষ লক্ষ টাকার লিচু কেনা বেচা হলেও এ ফল বিষ মুক্ত কিনা প্রশাসন থেকে কোন সময় নজর দেওয়া হয়নি। ১ শত লিচু ২০০ টাকা থেকে ২৭০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে বুধবারের হাটে।

লিচু বিক্রেতা আফাজ আলী জানান, দাম ভাল পেলে এ ঝুড়ি লিচু বিক্রি করে ১ হাজার টাকা মুনাফা হয়ে থাকে। প্রায় অর্ধশতাধিক লিচু বিক্রেতা এদিন পাবনা, নাটোর, রাজশাহী ও দিনাজপুর থেকে লিচু এনে হাটে বিক্রি করে। কোনটির নাম বোম্বাই, কোনটির নাম মোজ্জাফর আবার কোনটির নাম মাদ্রাজ। এমন বাহারী নামের লিচু কিনে ক্রেতা সন্তুষ্ট হলেও বিশেষজ্ঞরা ভাবছেন লিচু গুলো বিষ মুক্ত কিনা।

এ ব্যাপারে কথা হয় শাহজাদপুর উপজেলা কৃষি অফিসার মোঃ মনজু আলমের সাথে। তিনি জানান, উৎপাদনের সাথে কৃষি বিভাগের সম্পৃক্ততা থাকলেও এর মান নিয়ে তাদের নজরদারির সুযোগ নেই। মৌসুমী ফলের এখন ভরা মৌসুম। এসব ফল ক্যামিক্যাল বা বিষমুক্ত কিনা জানতে চাইলে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শামিম আহমেদ জানান, জেলা থেকে ফল পরীক্ষার কিটস্ এলেই বাজারে বিক্রির জন্য আসা লিচু সহ মৌসুমী ফল গুলো পরীক্ষা করা হবে। তখনই জানা যাবে ফল গুলো ক্যামিক্যাল ও বিষ মুক্ত কিনা।

(এআরপি/এএস/মে ১৮, ২০১৬)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test