E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মৌলভীবাজার শহরে জলাবদ্ধতা বাড়ছেই

২০১৬ মে ১৮ ১৫:৪৫:১৮
মৌলভীবাজার শহরে জলাবদ্ধতা বাড়ছেই

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার শহরের পৌর এলাকায় জলাবদ্ধতা দিন দিন বেড়েই চলেছে। গতকাল সন্ধ্যায় মাত্র পনেরো মিনিটের বৃষ্টিপাতের ফলে শহরের এস আর প্লাজার সামনের সড়ক,পশ্চিম বাজার, সাইফুর রহমান সড়ক, গির্জাপাড়া, বেরীরচরসহ বেশ কিছু সড়ক বৃষ্টির পানিতে তলিয়ে যায়।

এ সময় অনেকের ব্যাবসা প্রতিষ্ঠান ও বাসা বাড়িতে ময়লা পানি ঢুকে যায়। রাস্তায় চলাচলকারী সাধারন নাগরীকরাও পড়েন প্রচন্ড জন দুর্ভোগে। ময়লার পানিতে অনেকের কাপর নষ্ট হতেও দেখা গেছে। তবে বর্ষা মৌসুমে পৌর এলাকায় জলাদ্ধতা নতুন কিছু নয় । জন দাবীর প্রতি তোয়াক্ষা না করে দীর্ঘ দিন পৌর কর্তৃপক্ষ নিরব ভূমিকা পালন করলেও নতুন পরিষদ জলাবদ্ধতা নিরসনে চেষ্টা চালিয়ে যাচ্ছেন । বছরের পর বছর চলছে এই জলাবদ্ধতা।

মৌলভীবাজার শহরের জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন সামাজিক সংগঠন বিভিন্ন সময়ে মানবন্ধনসহ কর্মসূচী পালন করে তা নিরসনে কার্যকর প্রদক্ষেপ নিতে যথাযত দাবী জানিয়ে আসলেও কাজের কাজ কিছুই হচ্ছেনা। এ বিষয়ে বক্তব্য জানতে মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমানের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

তবে পৌরসভার কাউন্সিলর মনবির রায় মঞ্জুর সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, আমরা পৌর এলাকার জলাবদ্ধতা নিরসনের জন্য কোদালী ছড়া খাল খনন মোস্তফাপুর থেকে নাজিরাবাদ ইউনিয়ন পর্যন্ত প্রকল্প গ্রহণ করেছি। যদি এ প্রকল্পের আওতায় কুদালী ছড়া খনন না করা হয় তাহলে শহরের জলাবদ্ধতা দূর করা সম্ভব নয়। শহরের জলাবদ্ধতা নিরসনে আমাদের পৌরসভার অনেক শ্রমিক কাজ করছে। কিন্তু তাতে কাজ হচ্ছেনা কারন বিভিন্ন সড়কের ড্রেনগুলোতে ময়লার স্তুপ থাকার কারণে পানি ঢুকতে পারছেনা যার কারণে ড্রেনের উপর দিয়ে পানি গিয়ে মূল সড়কে বাহিত হচ্ছে যে কারণে মুহুর্তের মধ্যে সড়ক গুলোও তলিয়ে যাচ্ছে।

(এমএকে/এএস/মে ১৮, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test