E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সোনা চোরাচালানীর মুক্তির দাবির পোস্টারে বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী

২০১৬ মে ১৮ ১৬:১১:২৭
সোনা চোরাচালানীর মুক্তির দাবির পোস্টারে বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জ প্রতিনিধি : ঢাকার পল্টনের আলোচিত স্বর্ণ চোরাচালান মামলায় গ্রেফতার উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিনের মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে সিরাজগঞ্জ শহরের বিভিন্ন স্থানে সাটানো হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও তার পুত্র জয়ের ছবি দিয়ে বিলবোর্ড, ব্যানার ও পোস্টার। শহরের অলিগলিতে সাটানো পোস্টারে লিখিত ভাষার নিচে জেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নাম ব্যবহার করা হয়েছে।

এসব ব্যানার, বিলবোর্ড ও পোস্টারে জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অভিযুক্ত রিয়াজের ছবি বড় বড় করে ছাপানো হলেও ওপরের মাথায় ডান কিনারে ছোট আকারে জাতির পিতা বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও জয়ের ছবি সন্নিবেশিত করা হয়েছে।

জানা যায়, স্বর্ণ চোরাচালানে জড়িত থাকার অভিযোগে সিরাজগঞ্জের সদর উপজেলা চেয়ারম্যানকে গত বছরের ৫ জুলাই ঢাকার উত্তরার ৩ নম্বর সেক্টরের ৬ নং রোডের একটি বাড়ি থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ। গত ২০১৪ সালের ২৫ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনের ২৯/১ নম্বর বাড়ির একটি ফ্লাটে অভিযান চালান শিুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। ওই ফ্লাট থেকে দেড় মনের বেশী স্বর্ণের বার ও ৩ কোটি ২৯ লাখ টাকা মুল্যের সৌদি রিয়াল উদ্ধার করা হয়। ওই ঘটনায় অন্য আসামীরা তার সম্পৃক্ততার কথা বললে মামলাও তাকেও অভিযুক্ত করা হয়। মিডিয়ায় রির্পোট হবার পর রিয়াজ আত্বগোপনে চলে যান। অন্য আসামীদের গ্রেফতার করা হলেও পুলিশ রিয়াজকে গ্রেফতার করছে না বলে অভিযোগ উঠে।

এসব নিয়ে গত ১১ জুলাই ‘আসামী প্রকাশ্যে, খুঁজে পাচ্ছে না পুলিশ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এরপর পরই স্বর্ণ চোরাচালানোর আসামী সিরাজগঞ্জের উপজেলা চেয়ারম্যান রিয়াজতে গ্রেফতারে সক্রিয় হয় পুলিশ। অবশেষে পুলিশ গত ৫ জুলাই ঢাকার উত্তরা থেকে রিয়াজকে গ্রেফতার করে। এর আগে মোহাম্মদ আলী ও সোনা মজিদ নামে আরো দু’জনকে ওই মামলায় গ্রেফতার করা হয়। ঢাকার পল্টন থেকে মোহাম্মদ আলীতে গ্রেফতারের পর পরই সে গণমাধ্যমে জানায় আটক স্বর্ণের মালিক সিরাজগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ। পরে রিয়াজকে আসামী করে তদন্ত শুরু হয়। তদন্তেও তার জরিত থাকার প্রমান মেলে। রিয়াজকে গ্রেফতারের পর পরই শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড.মইনুল খান বলেন, পল্টনে উদ্ধার স্বর্ণ ও মুদ্রার বড় অংশের মালিক ছিলেন রিয়াজ উদ্দিন। ঢাকা বিমানবন্দরে উদ্ধার করা স্বর্ণের বড় বড় চালানেও তার সংশ্লিষ্ট পাওয়া গেছে।

যুগ্ম সাধারণ সম্পাদক-৩ আব্দুল বারি তালুকদার সন্ধ্যায় বলেন, এ ধরনের বিলবোর্ড বা পোস্টার লাগানোর বিষয়ে কার্যকরী কমিটিতে কোন সিদ্ধান্ত হয়নি। যারা লাগাচ্ছে তারা মূলত নিজ উদ্দ্যোগেই লাগাচ্ছেন। তবে, একটি ইনফরমাল সভায় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রফেসর ডাঃ হাবিবে মিল্লাত মুন্না রিয়াজ উদ্দিনের প্রতি সদয় হয়ে কিছু একটা করার জন্য জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দকে বলেছিলেন।

(এসএলকে/এএস/মে ১৮, ২০১৬)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test