E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিরাজগঞ্জে পুলিশের জঙ্গীবাদ বিরোধী জনসচেতনতা সভা

২০১৬ মে ১৯ ১৯:০১:০৯
সিরাজগঞ্জে পুলিশের জঙ্গীবাদ বিরোধী জনসচেতনতা সভা

সিরাজগঞ্জ প্রতিনিধি : বগুড়ার শেরপুরে সম্প্রতি বোমা বিস্ফোরণে নিহত জঙ্গী তরিকুলের সিরাজগঞ্জের জামুয়া গ্রামে বৃহস্পতিবার পুলিশের জঙ্গীবাদ বিরোধী জন-সচেতনতামুলক সভা-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের প্রত্যন্ত জামুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে দুপুরে অনুষ্ঠিত সভার প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ মিরাজ উদ্দিন আহমেদ।

পুলিশ সুপার প্রধান তিথির বক্তব্যে বলেন, একজন ভাল মানুষের কৃতকর্মের জন্য যেমন তার নিজ গ্রামটি উজ্জ্বল হয়, ঠিক একইভাবে একজন জঙ্গী বা সন্ত্রাসীর জন্য তার গ্রাম বা গ্রামের মানুষজন অপবাদ বা বঞ্চনার শিকার হন। জঙ্গীর পরিবারের লোকজন সকলেই কমবেশী অপরাধী। কেননা স্বজনরা তার প্রিয়জনের অপরাধের বিষয় জেনে রাস্ট্রীয় স্বার্থের কথা বিবেচনা না করে শুধুমাত্র ব্যক্তিগত স্বার্থে বিষয়টি গোপন রাখেন। যেটা প্রকাশ পেলে হয়তো পুরো দেশ বা সমাজ উপকৃত হতে পারে।

জঙ্গীবাদের পাশাপাশি মাদক, বাল্য বিবাহ ও ইভটিজিং বিরোধী বক্তব্য শেষে পুলিশ সুপার আরো বলেন, পুলিশি গোয়েন্দা তথ্য ও এলাকাবাসীর কথা অনুযায়ী জঙ্গী নেতা সায়েখ আব্দুর রহমান জঙ্গী তরিকুলের সাথে দেখা করতে জামুয়া গ্রামে এক সময়ে আসতেন। বিষয়টি যদি এলাকাবাসি সঠিক সময়ে আমলে নিতেন, আইন শৃঙ্খলা বাহিনীকে অবগত করতেন, তাহলে তরিকুলের এ ধরনের নির্মম পরিনতি হতো না। কিন্তু, সে নিজেও বোমা বিস্ফোরনে নিহত হয়েছে, সেসাথে জামুয়া গ্রামটিকে সারাদেশে ঘৃনিতভাবে পরিচিত করেছে। তাই জামুয়া গ্রামের অপবাদকে দূর করতে হলে শুধু জামুয়া নয়, পুরো শিয়ালকোল ইউনিয়নবাসিকে সচেষ্ট হতে হবে, যাতে ভবিষ্যতে তরিকুলের মত আর কোন জঙ্গী জন্ম না নেয়।

শিয়ালকোল ইউনিয়ন কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির আহবায়ক আবুল হোসেন মিস্ত্রির সভাপতিতে সদর থানার ওসি হাবিবুল ইসলাম, সদর পৌর প্যানেল মেয়র-১ সাংবাদিক হেলাল উদ্দিন, শিয়ালকোল ইউপি চেয়ারম্যান শাহজামাল আকন্দ, নব নির্বাচিত চেয়ারম্যান আব্দুল মান্নান শেখ, আ’লীগ নেতা গোলাম আযম বাবুল, কমিউনিটিপুলিশিং উপদেষ্টা ছানোয়ার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

সভাশেষে, এলাকার এক বখাটের ছুরিকাঘাতে সম্প্রতি নিহত জামুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীর শিক্ষার্থী সায়েমের স্বজনরা তার খুনীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে পুলিশ সুপারের নিকট সর্নিবন্ধ অনুরোধ করলে তিনি আশ্বাস দেন।

(এমএলকেএস/এএস/মে ১৯, ২০১৬)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test