E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

২০১৯ এর আগে কোনো নির্বাচন নয় : কামরুল ইসলাম

২০১৪ জুন ০৬ ১২:১৫:৪৬
২০১৯ এর আগে কোনো নির্বাচন নয় : কামরুল ইসলাম

স্টাফ রিপোর্টার  : ২০১৯ সালের আগে দেশে কোনো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন খাদ্য মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

বাংলাদেশ ইউনাইটেড ইসলামিক পার্টির ঢাকা বিভাগের কমিটি গঠন উপলক্ষে শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাব কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

খাদ্য মন্ত্রী বলেন, ‘মির্জা ফখরুল সাহেবরা বাজেট প্রতিক্রিয়ায় সরকারকে অনৈতিক-অবৈধ বলেছেন। আপনারা এভাবে আরও চার বছর বলতে থাকেন। ২০১৯ সালের আগে দেশে কোনো নির্বাচন হওয়ার সম্ভবনা নেই। চার বছর পর শেখ হাসিনার নেতৃত্বে সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে।’

তিনি বলেন, ‘আপনারা যদি এ নির্বাচনে অংশ নেন এবং এরপর যদি আপনাদের ভাষায় বৈধ সরকার আসে। এতোদিন আপনারা অবৈধ সরকার বলে চিৎকার করতে থাকেন।’

বাংলাদেশ ইউনাইটেড ইসলামিক পার্টির আহ্বায়ক মাওলানা ইসমাইল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সাবেক বন ও পরিবেশ মন্ত্রী এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, কৃষকলীগের সহসভাপতি এমএ করিম প্রমুখ বক্তব্য রাখেন।

(ওএস/এইচআর/জুন ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test