E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দিন মজুর আরিফ এসএসসিতে জিপিএ ৫ পেল

২০১৬ মে ২৩ ১২:৪৮:৪৫
দিন মজুর আরিফ এসএসসিতে জিপিএ ৫ পেল

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :মোঃ আজিজুল হাকিম ও মোছাঃ সাজেদা খাতুনের ১ ছেলে ১ মেয়ে । ছেলে মোঃ আরিফ এ বছর এস এস সি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে শাহজাদপুর উপজেলার যমুনা পাড়ের কৈজুরী ইউনিয়নের কৈজুরী হাট গ্রামে এক সময় বাড়ি ছিল  আরিফদের। দুই বার যমুনায় বসত বাড়ি ও ফসলি জমি ভেঙে গেলে নিঃস্ব হয়ে স্ত্রী সন্তান নিয়ে আরিফের পিতা আজিজুল  চরগুদিবাড়ি শ্বশুরবাড়িতে খুপড়ি তুলে আশ্রয় নেন।

ছোট বেলা থেকে আরিফ বাবার সাথে দিনমজুরের কাজ করে নিজের লেখা পড়ার পাশাপাশি সংসারে খরচ দিয়েছে। আরিফের এস এস সির রেজাল্ট তার স্কুল ঠুটিয়া উচ্চ বিদ্যালয় এবং কলেজে যখন আসে, সে তখন অন্যের জমিতে ধান কাটছিল । স্কুল বন্ধুর কাছে জানতে পারে তার এস এস এসসির রেজাল্ট। আনন্দটা তার ফিকে হয়ে যায় মুহূতেই সে জানে কলেজে তার ভর্তি হওয়া হবে না। আরিফ জানায সে অষ্টম শ্রেণীতে ট্যাল্টেটপুলে বৃত্তি পেয়েছিল । এবার সে এস এস সিতে বিজ্ঞান বিভাগ থেকে জিপ্এি ৫-পেয়েছে । তার ইচ্ছা ভাল কলেজে ভর্তি হয়ে জীবন গড়তে চায় । এক মাত্র বোন আয়শা সিদ্দিকা নবম শ্রেনীতে পড়ছে। সে অষ্টম শ্রেণীতে জিপিএ ৫ পেয়েছে। বোনের কথা ভেবেই আমি আরও উচ্চ শিক্ষা নিতে চাই। শহরের কোন কলেজে ভর্তি হতে পারলে ছাত্র পড়িয়ে নিজের পড়ার খরচ ও বোনকে পড়াতে পারতাম। আশা করছি অষ্টম শ্রেণীর বৃত্তির রেজাল্ট বের হলেই আমার বোনও বৃত্তি পেতে পারে। আমার দিনমজুর পিতা আর আমার মায়ের অনুপ্রেরণা আর আমার স্কুলের শিক্ষকরা আমাকে সাহস যুগিয়েছে ভাল রেজাল্ট করতে।





(এআরপি/এস/মে২৩,২০১৬)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test