E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আত্রাইয়ে নির্বাচনী সংঘর্ষে আহত ৬ ,বিএনপির নির্বাচনী অফিস ভাংচুর

২০১৬ মে ২৩ ১৫:২১:৪০
আত্রাইয়ে নির্বাচনী সংঘর্ষে আহত ৬ ,বিএনপির নির্বাচনী অফিস ভাংচুর

নওগাঁ প্রতিনিধি :রবিবার দিনগত রাতে ও সোমবার দুপুরে নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নে নির্বাচনী প্রচারনাকে কেন্দ্র করে সৃষ্ট পৃথক সহিংসতায় ৬ জন আহত এবং বিএনপির কয়েকটি নির্বাচনী অফিস ভাংচুরের ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে আহসানগঞ্জ ইউনিয়নের সিংসাড়া বাজারে প্রতিক্ষের হামলায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাহাদত হোসেন রকেট (৪০) ও ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক (৩৫) আহত হয়েছে। এছাড়া সিংসাড়া বাজার, সিংসাড়া মোড়, ব্রজপুর বাজার ও শুটকিগাছা বাজারের বিএনপির নির্বাচনী অফিস ভাংচুর করা হয়েছে। এদিকে রবিবার দিনগত রাত ১১টার দিকে একই ইউনিয়নের কুমঘাট গ্রামে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এতে বিএনপি সমর্থিত জাতআমরুল গ্রামের শেখ ফারুকের ছেলে আদর (২৩), বায়েজিদের ছেলে আরিফ (১৮), ঘোষপাড়া গ্রামের আব্দুল মজিদ খামারুর ছেলে সুমন (২৫) এবং আওয়ামী লীগ সমর্থিত তাপস কুমার পাল (৪০) আহত হয়।
আহতরা বিভিন্ন ক্লিনিকে চিকিৎসাধীন।

এ ব্যাপারে আত্রাই থানার অফিসার ইনচার্জ মোঃ বদরুদ্দোজা বলেন, নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে এবং সামান্য ধাক্কা-ধাক্কি হয়েছে। তবে এব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি।

(বিএম/এস/মে২৩,২০১৬)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test