E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

খাগড়াছড়িতে আধাবেলা সড়ক অবরোধ চলছে

২০১৬ মে ২৪ ১০:৪৩:০৭
খাগড়াছড়িতে আধাবেলা সড়ক অবরোধ চলছে

খাগড়াছড়ি প্রতিনিধি :সংগঠনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে প্রশাসন ও আইন শৃংখলাবাহিনীর বাধার প্রতিবাদে খাগড়াছড়ি জেলায় আধাবেলা (সকাল ৬টা থেকে দুপুর ১২টা) সড়ক অবরোধ পালন করছে পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)।

অবরোধের কারণে সব ধরনের দুরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। চলছে না আভ্যন্তরীণ সড়কের গাড়িও। অবরোধের পক্ষে জেলার চেঙ্গীব্রিজ, স্বনির্ভরসহ বিভিন্ন এলাকায় চোরাগোপ্তাভাবে পিকেটিং করেছে পাহাড়ি ছাত্র পরিষদ কর্মীরা। এদিকে পিকেটাররা জেলার মাটিরাঙ্গায় একটি সংবাদপত্রবাহী গাড়ি ও একটি যাত্রীবাহী বাস ভাংচুর করেছে বলে শোনা গেলেও পুলিশ নিশ্চিত করেনি।

অপরদিকে আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, ২০ মে ছিল ইউপিডিএফ সমর্থিত ‘পাহাড়ি ছাত্র পরিষদ’ এর প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে দীঘিনালাসহ বিভিন্ন এলাকায় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রশাসন বাধা দিয়েছে বলে অভিযোগ করছে সংগঠনটি।





(ওএস/এস/মে ২৪,২০১৬)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test