E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

'অবাধ সুষ্ট, নিরপক্ষ নির্বাচনের পরিবেশ রক্ষা করতেই হবে'       

২০১৬ মে ২৬ ১২:২৬:৩৪
'অবাধ সুষ্ট, নিরপক্ষ নির্বাচনের পরিবেশ রক্ষা করতেই হবে'       

জকিগঞ্জ প্রতিনিধি : জকিগঞ্জের নয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে বুধবার উপজেলা অডিটোরিয়ামে জেলার উচ্চপদস্থ নির্বাচন কমিশনের কর্মকর্তা, সিলেটের জেলা প্রশাসক, পুলিশ সুপার, র‌্যাব ৯ এর এএসপি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেটদের উপস্থিতিতে চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত মেম্বার প্রার্থীসহ জকিগঞ্জ উপজেলার সকল বিভাগীয় কর্মকর্তা, সাংবাদিকদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্টিত হয়।

সভায় বক্তারা বলেন, যে কোন মূল্যেই হউক অবাধ সুষ্ট, নিরপক্ষ নির্বাচনের পরিবেশ রক্ষা করতেই হবে। কোন ধরণের প্রভাব বিস্তার, স্বজন প্রীতি ও ভয় ভীতির অভিযোগ সহ্য করা হবেনা। নির্বাচনে দলীয় প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থীরা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে। লেভেল প্লেইং ফিল্ডের প্রশ্নে সকল প্রার্থীকে সমান চোখে দেখা হবে। উপজেলা নির্বাহী অফিসার মো. মোবাশশেরুল ইসলামের সভাপতিত্বে কোন ধরণের প্রধান ও বিশেষ অতিথি উল্লেখ ছাড়া ব্যতিক্রমী এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীন, তিনি তাঁর বক্তব্যে বলেন নির্বাচন কমিশনের এ ম্যাসেজটি দিতে এসেছি, যে কোন মূল্যেই ভোটের বক্্র অক্ষত রাখা হবে। যত তাড়াতাড়ি সম্ভব ভোট কেন্দ্রে ফলাফল বিবরণী দিয়ে আসার নির্দেশনা দিয়েছেন প্রিসাইডিং অফিসারদের। নির্বাচনে কোন ইঞ্জিনিয়ারিং বা টেবিল কাস্টের ঘটনা ঘটবেনা। সিলেটের পুলিশ সুপার নূরে আলম মিনা পিপিএম তাঁর বক্তব্যে তিনি বলেন, শতভাগ নির্বাচন সুষ্ট করবো। নির্বাচনের পূর্বে পুলিশ প্রতিটি ইউনিয়নে গিয়ে সভা করে ভোটারদের বলবে “আপনার ভোট আপনী দিবেন, যাকে খুশি তাকে দিবেন”। ভোটের বক্্ের কেউ হাত দিলে গুলি করে উড়িয়ে দেয়া হবে। টাকাসহ কোন প্রার্থী বা সমর্থককে পাওয়া গেলে জেল জরিমানা দেয়া হবে। তিনি কোন প্রার্থী বা ভোটারকে গুজবে কান না দেয়ার আহবান জানান। বিএনপি প্রার্থী হেলাল আহমদ চৌধুরীর এক প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বলেন, কোন প্রার্থী বিনা ভোটে বিকল্প পথে নির্বাচিত হওয়ার স্বপ্ন দেখলে তা হবে দুঃস্বপ্ন। দল মতের উধ্ধে নির্বাচন অনুষ্টিত হবে। সভায় আরও বক্তব্য রাখেন জেলা নির্বাচন অফিসার আজিজুল ইসলাম খাঁন, র‌্যাব ৯ এর এ এসপি আজিজুল সরকার, জেলা আনসার এ্যাডজুডেন্ট অশীষ কুমার ভট্ট্যাচার্য, জকিগঞ্জ বিয়ানীবাজার পুলিশের এএসপি জ্যোর্তিময় সরকার, উপজেলা নির্বাহী অফিসার মো. মোবাশশেরুল ইসলাম, জকিগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল, আওয়ামীলীগ দলীয় চেয়ারম্যান প্রার্থী কবির আহমদ, ইউনুছ আলী, বিএনপি দলীয় চেয়ারম্যান প্রার্থী হেলাল আহমদ চৌধুরী, মোস্তাক আহমদ, জাতীয় পার্টি দলীয় চেয়ারম্যান প্রার্থী আব্দুল হক, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুর রশিদ, গোলাম মোস্তফা মাসুক, সদস্য প্রার্থী সাইফুল ইসলাম শিহাব, আজিজুর রহমান, সংরক্ষিত সদস্য প্রার্থী জাহানারা বেগম ও আসমা বেগম। সভায় উপজেলা নির্বাচন পালনকারী দায়িত্বরত কর্মকর্তা, সকল ইউপি চেয়ারম্যান দলীয় ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এবং সাধারণ ও সংরক্ষিত সদস্যাগণ উপস্থিত ছিলেন।



(এসকেপি/এস/মে২৬,২০১৬)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test