E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নড়াইলের পুরুলিয়া ইউনিয়নে আ’লীগ প্রার্থীর ১০ সমর্থক গুলিবিদ্ধ

২০১৬ মে ২৭ ১৬:৩১:৩১
নড়াইলের পুরুলিয়া ইউনিয়নে আ’লীগ প্রার্থীর ১০ সমর্থক গুলিবিদ্ধ

নড়াইল প্রতিনিধি :নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আমিরুল ইসলাম মনির সমর্থকদের হামলায় আ’লীগ প্রার্থী এসএম হারুনার রশীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়েছে। আজ সকাল সাড়ে ৯টার দিকে পুরুলিয়া মোড়ে এ ঘটনা ঘটে। এতে হারুনার রশীদের সমর্থক সরফরাজ, হুমায়ুন, জিল্লুর, ওমর, আকসির, ফুরকার, শরফু, আব্দুল্লাহ, সাইফুল শেখ ও জাকির শেখ গুলিবিদ্ধ হয়েছেন।

এছাড়া ধাওয়া-পাল্টাধাওয়ায় উভয়পক্ষের আরো ৫ জন আহত হয়েছেন। আগামিকাল শনিবার ২৮ মে এই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মনি পক্ষের জাকাতুর জানান, প্রথমে হারুণ পক্ষের সমর্থকেরা আমাদের সমর্থকদের ওপর হামলা চালায়। পরে ধাওয়া-পাল্টাধাওয়ার এক পর্যায়ে উভয়পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।

হারুনার রশীদের সমর্থককেরা জানান, বিদ্রোহী প্রার্থী আমিরুল ইসলাম মনির সমর্থকেরা আমাদের লোকজনের ওপর গুলি চালালে অন্তত ১০জন গুলিবিদ্ধ হয়েছেন। তবে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণি ৭জন গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি স্বীকার করেছেন।


(টিএআর/এস/মে২৭,২০১৬)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test