E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দুর্গাপুরে নির্বাচনী দিনে সহিংসতায় আহত ৭

২০১৬ মে ২৮ ২০:৪৭:৪৩
দুর্গাপুরে নির্বাচনী দিনে সহিংসতায় আহত ৭

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি :নেত্রকোণার দুর্গাপুরে দুই সদস্য প্রার্ধীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৬জন আহত হয়েছেন। আহতরা হচ্ছেন, উপজেলার পূর্ববিলাসপুর গ্রামের জসিম মিয়া (২৪),আজিম উদ্দিন (২৮),হাবিব মিয়া (৪৫),রতন মিয়া ,আব্দু সাত্তার ও মো : কামাল মিয়া।

এদের মধ্যে জসিম মিয়া,আজিম উদ্দিন ,হাবিব মিয়াকে আশংকাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় ও পুলিশ জানায়, কাকৈরগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট চলছিল। হঠাৎ বেলা তিনটার দিকে সদস্য প্রার্থী আলকাস মিয়া ও মো : জামাল উদ্দিনের সমর্থকেরা কথাকাটাকাটির পর দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।

নেত্রকোণা অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান প্রামাণিক জানান, ভোট কেন্দ্রের বাইরে এই দুই প্রার্থীর সমর্থকেরা সংঘর্ষে লিপ্ত হন। এতে ভোট গ্রহণে কোন সমস্যা হয়নি।

দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মুনমুন রায় জানান, স্থানীয়রা আহত ছয়জনকে নিয়ে আসলে তিনজনের অবস্থার অবনতি হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রতন মিয়া নামে একজনকে হাসপাতালেই চিকিৎসা দেয়া হচ্ছে। বাকি দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

অপরদিকে বাকলজোড়া নির্বাচনকে কেন্দ্র করে দুপক্ষের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে কথাকাটাকাটির সংঘর্ষে কুমদগঞ্জ গ্রামের মতিউর রহমান সরকার (৬৩) আহত হলে সন্ধ্যা ৭ টার দিকে দুর্গাপুর হাসপাতালে আনার পর প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।



(এনএস/এস/মে২৮,২০১৬)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test