E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নলডাঙ্গায় প্রিজাইডিং অফিসারদের সাথে প্রশাসনের মতবিনিময়

২০১৪ জুন ০৬ ১৬:৩০:১৭
নলডাঙ্গায় প্রিজাইডিং অফিসারদের সাথে প্রশাসনের মতবিনিময়

নাটোর প্রতিনিধি : নাটোরের নবগঠিত নলডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করতে শুক্রবার প্রিজাইডিং অফিসারদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

নলডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে জেলা প্রশাসক জাফর উল্লাহর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব জেসমিন টুলী, পুলিশ সুপার ডঃ নাহিদ হোসেন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সুভাষ চন্দ্র, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক সাখাওয়াৎ হোসেন, জেলা নির্বাচন অফিসার দেলোয়ার হোসেন, উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার জাহান, উপজেলা নির্বাচন অফিসার গোলাম আযম, নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম প্রমুখ। পরে প্রিজাইডিং অফিসারদের নিয়ে দিনব্যাপী এক প্রশিক্ষন কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় ৪৮ জন প্রিজাইডিং অফিসার ও ২৯২ জন সহকারী প্রিজাইডিং অফিসার অংশ নেন।

উল্লেখ্য, ৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত নলডাঙ্গা উপজেলায় আগামী ৯ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ২ জন চেয়ারম্যান, ৪জন পুরুষ ভাইস চেয়ারম্যান ও ২ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনে ৯২ হাজার ৭৪৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।


(এমআর/অ/জুন ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test