E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঠাকুরগাঁওয়ে অভ্যন্তরীণ ধান সংগ্রহ কার্যক্রমের উদ্ধোধন

২০১৬ মে ২৯ ১৫:৫৭:০৩
ঠাকুরগাঁওয়ে অভ্যন্তরীণ ধান সংগ্রহ কার্যক্রমের উদ্ধোধন

ঠাকুরগাঁও প্রতিনিধি : চলতি মৌসুমে ঠাকুরগাঁওয়ে সরকারি ভাবে অভ্যন্তরীণ ধান সংগ্রহ অভিযান’২০১৬ কার্যক্রম এর উদ্ধোধন করা হয়েছে।

রবিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা খাদ্য গুদামে (এলএসডি) অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযান ২০১৬ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক পানি সম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন (এম.পি)।

উদ্বোধন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে জেলা খাদ্য নিয়ন্ত্রক চৌধুরী মোছাব্বের হোসেন খান, সদর উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল ইসলাম ও জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সরকার আলাউদ্দীন ও কৃষক, ব্যবসায়ীসহ ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন ।

চলতি বছর কৃষকদের কাছ থেকে জেলায় ৮ হাজার ২৪৮ মেঃটন বোর ধান সংগ্রহ করবে সরকার। সংগ্রহ কার্যক্রম চলবে আগামী ৩১ আগষ্ট পর্যন্ত। প্রতি কেজি ধানের দাম ২৩ টাকা নির্ধারন করা হয়েছে।

(এফআইআর/এস/মে২৯,২০১৬)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test