E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ রুখতে এমপি তানসেনের আহবান

২০১৬ মে ২৯ ২২:০৪:৩৭
জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ রুখতে এমপি তানসেনের আহবান

নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধি: বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি মুক্তিযোদ্ধা রেজাউল করিম তানসেন বলেছেন, শেখ হাসিনার সরকার উন্নয়ন বান্ধব। আওয়ামী সরকার দেশের সর্বক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছে।

উন্নয়নকে বাধাগ্রস্থ ও দেশকে অস্থিতিশীল করতে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ ষড়যন্ত্রের চেষ্টা চালিয়ে যাচ্ছে। সাম্প্রদায়িকতা রক্ষার্থে ও জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

নন্দীগ্রাম উপজেলার উন্নয়নে দলমত নির্বিশেষে সবাইকে পাশে থাকার আহবান জানান তিনি।

রবিবার সন্ধ্যায় বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৩নং ভাটরা ইউনিয়নের বামনগ্রামে নির্বাচন পরবর্তী কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

ভাটরা ইউনিয়নবাসীর আয়োজনে বামনগ্রাম সুখপুকুর তেঁতুল তলায় উপজেলা জাসদের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা জাসদ ছাত্রলীগের সাবেক সভাপতি তীর্থ সলিল রুদ্র’র সভাপতিত্বে কর্মীসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা জাসদের সভাপতি কামরুজ্জামান কামরুল, সাধারণ সম্পাদক মাহবুবর রহমান রুস্তম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ।

এতে বক্তব্য রাখেন, জাসদ নেতা জিয়াউল হক শাহীন, বগুড়া শহর জাসদের সভাপতি রবীন্দ্রনাথ দাসরঞ্জন, সাধারণ সম্পাদক হাসান মঞ্জুর দোদুল, কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ গোলক চন্দ্র বর্মন, সমাজ সেবক আবুল হোসেন মাষ্টার, ময়েজ উদ্দিন, জাসদ নেতা আবুল কালাম আজাদ, বখতিয়ার হোসেন, জাসদ ছাত্রলীগ নেতা রানা আহমেদ প্রমুখ।

সভায় উপস্থাপনা করেন উপজেলা জাসদের দপ্তর সম্পাদক ফেরদৌস আলী। সভাপূর্বে রেজাউল করিম তানসেন এমপিকে ফুলেল সংবর্ধনা প্রদান করে ভাটরা ইউনিয়নবাসী। রাতে লালন সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।


(কেএনআই/এস/মে২৯,২০১৬)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test