E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিরাজগঞ্জ সদর হাসপাতালে ৩ দালালের সাজা

২০১৬ মে ৩০ ১৮:২১:২৯
সিরাজগঞ্জ সদর হাসপাতালে ৩ দালালের সাজা

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ ২৫০শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে অভিযান চালিয়ে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে তিন দালালকে এক মাস করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেল ৩টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল হোসেন এ রায় দেন। এ সময় র‌্যাব-১২’র সদস্যরা তার সাথে উপস্থিত ছিলেন।

সাজাপ্রাপ্তরা হলো, শহরের কোবদাসপাড়া মহল্লার রমজান আলীর ছেলে সিরাজ শেখ (৪৫), হোসেনপুর মহল্লার বাহাদুর শেখের ছেলে মামুন শেখ (৩৫) ও কোবাদ আলীর ছেলে আনোয়ার হোসেন (৪২)।

র‌্যাব-১২ এর উপ-সহকারী পরিচালক (ডিএডি) ইউনুছ জানান, দীর্ঘদিন ধরে একটি দালালচক্র সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। এরা রোগীদের ভুলিয়ে ভালিয়ে বেসরকারি ক্লিনিকে নিয়ে যায় এবং তাদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করেন। এমন সংবাদের ভিত্তিতে জেনারেল হাসপাতালে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই তিনজনকে হাতে নাতে আটকের পর এক মাস করে কারাদন্ড দেন আদালত।

এদিকে, হাসপাতালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে র‌্যাবের অভিযানের খবর শুনে অধিকাংশ দালাল সটকে পড়ে। সাধারন রোগীদের পক্ষ থেকে এর ধরনের অভিযান নিয়মিত চালু রাখার দাবি জানানো হয়েছে।

(এসএলকে/এএস/মে ৩০, ২০১৬)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test