E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

উল্লাপাড়ায় সাংসদের বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লংঘণের অভিযোগ

২০১৬ মে ৩০ ২০:৫৬:৩১
উল্লাপাড়ায় সাংসদের বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লংঘণের অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি: আচরণ বিধি লংঘন করে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্থানীয় সংসদ সদস্য সভা সমাবেশ করছেন বলে কয়ড়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী খোরশেদ আলম নির্বাচন কমিশন ও জেলা প্রশাসকের কাছে অভিযোগ পত্র দাখিল করেছেন। সোমবার এই অভিযোগ দাখিল করা হয়েছে

অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, স্থানীয় সংসদ সদস্য তানভীর ইমাম নির্বাচনী আচরণ বিধি লংঘণ করে গত রোববার সলপ ইউনিয়নের সোনতলায় নৌকা প্রতীকের সকল প্রার্থীকে নিয়ে গোপনে সভা করেছেন। সভায় স্থানীয় পুলিশ প্রশাসনসহ আওয়ামী লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় সংসদ সদস্যর দেওয়া নির্দেশনা মোতাবেক নৌকা প্রতিকের প্রার্থীর কর্মী সমর্থকরা আমার কর্মী সমর্থকদের ভয়ভীতি প্রদর্শনসহ নানা ভাবে হয়রানি করছে। এ ছাড়াও গত রবিবার রাতে পুলিশ আমার কর্মীদের বাড়ীতে গিয়ে তল্লাশী চালিয়েছে। যে কারনে আমিসহ আমার কর্মী সমর্থকরা নিরাপত্তাহীনতায় ভুগছি। তারা জোর পূর্বক ভোট ছিনিয়ে নিবে বলে ভোটরদের মাঝে প্রচারণা চালাচ্ছে।

এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মাসুদ রানা বলেন, অভিযোগ গুলো যথাযথ কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দীপ কুমার সরকার বলেন, নির্বাচনের পূর্ব মূহূর্তে এধরনের অভিযোগ নতুন কিছু নয়। অভিযোগপত্রগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেয়া হয়েছে। উর্ধতন কর্তৃপক্ষই এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করবেন।

এ বিষয়ে সংসদ সদস্য তানভীর ইমাম জানান, নির্বাচন নিয়ে কোন প্রকার সভা সমাবেশ করার প্রশ্নই উঠেনা। জরুরী বাড়ির কাজের জন্য গ্রামের বাড়িতে এসেছি। কোন নেতাকর্মিকে ডাকা বা আমন্ত্রন করাও হয়নি। অযথা মিথ্যা প্রপাগান্ডা চালানো হচ্ছে।

নির্বাচনী জনসভার মঞ্চভেঙ্গে দিলেন প্রশাসন

প্রশাসনের বাধার মুখে উল্লাপাড়া উপজেলার মোহনপুর ও কয়ড়া ইউনিয়নে পূর্ব নির্ধারিত মঞ্চে নির্বাচনী জনসভা করতে পারেননি জেলা আওয়ামী লীগের সভাপতি ও প্রাক্তন মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস ।

প্রশাসনের পক্ষ থেকে নির্বাচনী প্রচার সভার মঞ্চ ভেঙ্গে দিলে তিনি পাশ্ববর্তী স্থানে সমাবেশ করেন। একই সঙ্গে শুধুমাত্র একটি মাইক ব্যবহারের অনুমতি দেয়া হয়।

উপজেলা প্রশাসন ও দলীয় সূত্রে জানা গেছে, আগামী ৪ জুন অনুষ্ঠিতব্য উল্লাপাড়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে মোহনপুর ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয় ও কয়ড়া বাজারে নির্বাচনী জনসভা আহবান করা হয়। তৈরি করা হয় মঞ্চ। খবর পেয়ে উপজেলা প্রশাসন আচরন বিধি লংঘনের কারণ দেখিয়ে সভামঞ্চ ভেঙ্গে দেন। পরে জেলা আওয়ামী লীগ সভাপতি মোহনপুর রেল ষ্টেশনের পাশে এবং কয়ড়া বাজারে পথসভা করেন।

এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দীপ কুমার সরকার বলেন, নির্বাচনের তফশিল ঘোষণার পর থেকে মঞ্চকরে জনসভা করা নির্বাচনী আচরণ বিধি পরিপন্থী। যে কারনে মঞ্চ সরিয়ে দেয়া হয়েছে এবং মাইকও নামিয়ে দেয়া হয়েছে।


(এসএস/এস/মে ৩০,২০১৬)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test