E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দুর্গাপুরে সরকারিভাবে ধান ক্রয় শুরু

২০১৬ মে ৩১ ১৭:৩৩:৩৫
দুর্গাপুরে সরকারিভাবে ধান ক্রয় শুরু

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় আনুষ্ঠানিক ভাবে সরকারী ধান ক্রয় শুরু করা হয় মঙ্গলবার। বিরিশিরি সরকারি খাদ্য গোদাম প্রাঙ্গনে মঙ্গলবার শতাধিক কৃষক, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের উপস্থিতিতে ধান ক্রয় উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ এমদাদুল হক খাঁন।

অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা মোঃ ওমর ফারুক, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আলাউদ্দিন আল আজাদ,প্রেসক্লাব সভাপতি মোঃ মোহন মিয়া, সাংবাদিক ধ্রুব সরকার, প্যানেল মেয়র শীতল সরকার, খাদ্য নিয়ন্ত্রন কর্মকর্তা মোঃ ইলিয়াস আহম্মদ ও খাদ্য ক্রয় কর্মকর্তা দেবব্রত বিশ্বাস প্রমুখ ।

ধান বিক্রি করতে আসা উপস্থিত কৃষক আঃ লতিফ,পঙ্কজ, দেবতোষ ও সুরুজ মিয়া জানান আমরা ধানের ন্যায্যমুল্য পাওয়াতে বর্তমান কৃষক বান্ধব সরকার শেখ হাসিনাকে সাধুবাদ জানায়। এ মৌসুমে ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা রয়েছে ২হাজর ৪ শত ৮৩ মে.টন। ধান ক্রয় চলবে ৩১ আগষ্ট পর্যন্ত।


(এনএস/এএস/মে ৩১, ২০১৬)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test