E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জকিগঞ্জে নির্বাচন ৪ জুন

২০১৬ মে ৩১ ১৭:৪৩:৪৯
জকিগঞ্জে নির্বাচন ৪ জুন

জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি : সীমান্ত উপজেলা জকিগঞ্জে ৯টি ইউনিয়নেই  ৬ষ্ঠ ধাপে নির্বাচন ৪ জুন অনুষ্ঠিত হবে। প্রতিটি ইউনিয়নেই আওয়ামীলীগের একাধিক বিদ্রোহী প্রার্থী নির্বাচনী মাঠে রয়েছেন। এই বিদ্রোহী প্রার্থীরাই আওয়ামীলীগের পথের কাটা বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা।

অপর দিকে বিএনপিতে রয়েছে প্রার্থী সংকট। ৯টি ইউনিয়নের ২টিতে প্রার্থী দিতে পারেনি দলটি। ৭টি ইউনিয়নে প্রার্থী দিলেও এদের অধিকাংশ প্রার্থীই মূল প্রতিদ্বন্দিতার বাহিরে থাকবেন বলে ধারনা সাধারণ ভোটারদের। ৯ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৮, সাধারণ সদস্য পদে ৩৩৯ ও সংরক্ষিত সদস্য পদে ৮৭ জন প্রার্থী নির্বাচনী মাঠে রয়েছেন।

বারহাল ইউনিয়ন: চেয়ারম্যান পদে বারহাল ইউনিয়নে আওয়ামীলীগ দলীয় প্রার্থী মিছবাহ জামান (নৌকা), বিএনপি প্রার্থী বুরহান উদ্দিন রনি (ধানের শীষ), জাপা প্রার্থী আবুল কালাম আহমদ চৌধুরী (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান জামায়াত নেতা মোস্তাক আহমদ চৌধুরী (মোটরসাইকেল), সাবেক চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী জাকির আহমদ চৌধুরী (আনারস) প্রতিকে প্রতিদ্বন্দ্বীতা করছেন

এ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী মোস্তাক আহমদ চৌধুরী, আওয়ামীলীগ প্রার্থী মিছবা জামান, বিএনপি প্রার্থী বুরহান উদ্দিন রনি ও সাবেক চেয়ারম্যান জাকির আহমদ চৌধুরীর মধ্যে চর্তুমূখী লড়াই হবে।

বিরশ্রী ইউনিয়ন: চেয়ারম্যান পদে আওয়ামীলীগ দলীয় প্রার্থী ইউনুছ আলীর (নৌকা), স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম পানু (আনারস), আওয়ামীলীগ বিদ্রোহী সালেহ আহমদ সালু (চশমা), বিএনপির প্রার্থী জয়নাল আহমদ চৌধুরী (ধানের শীষ) ও জাপা প্রার্থী আব্দুল আজিজ সিরাজী (লাঙ্গল) নিয়ে লড়ছেন।

এ ইউনিয়নেও আওয়ামীলীগ চেয়ারম্যান প্রার্থী ইউনুছ আলী ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুস সালাম চৌধূরী পানু মিয়ার মধ্যেই মূল প্রতিদ্বন্দিতা হবে।

কাজলসার ইউনিয়ন: চেয়ারম্যান পদে লড়ছেন আওয়ামীলীগ দলীয় প্রার্থী জুলকার নাইন লস্কর (নৌকা) ও বিএনপি প্রার্থী সাবেক চেয়ারম্যান মোস্তাক আহমদ (ধানের শীষ), বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী ইসলামপন্থী দল আল ইসলাহ সমর্থিত প্রার্থী আব্দুর রশিদ (ঘোড়া), আওয়ামীলীগ বিদ্রোহী প্রার্থী সাবেক চেয়ারম্যান প্রবীণ আওয়ামীলীগ নেতা জহরুল হক খসরু (চশমা), সেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম আহবায়ক আতিকুর রহমান মনি (আনারস), উপজেলা সেচ্ছাসেবকলীগ যুগ্ম আহবায়ক আব্দুল গফুর (মোটর সাইকেল), বিএনপি বিদ্রোহী প্রার্থী চেরাগ আলী (টেবিল ফ্যান), স্বতন্ত্র প্রার্থী আবুল হোসেন (টেলিফোন) প্রতিকে।

এ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ, আওয়ামীলীগ প্রার্থী জুলকার নাইন লস্কর, বিএনপি প্রার্থী মোস্তাক আহমদ, বিএনপি বিদ্রোহী চেরাগ আলীর মধ্যে লড়াই হবে সমানে সমান।

খলাছড়া ইউনিয়ন: চেয়ারম্যান পদে আওয়ামীলীগ দলীয় প্রতিকে বর্তমান চেয়ারম্যান কবির আহমদ (নৌকা), বিদ্রোহী প্রার্থী ইউপি আওয়ামীলীগ সভাপতি গফুর আলী (মোটরসাইকেল), আওয়ামীলীগ নেতা গোলাম মোস্তফা মাসুক (আনারস), জাপা প্রার্থী আব্দুল হক (লাঙ্গল)। আওয়ামী ঘরানার তিন প্রার্থী থাকলেও বিএনপির কোন প্রার্থী নেই।
এ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আওয়ামীলীগ প্রার্থী কবির আহমদ, বিদ্রোহী প্রার্থী গফুর আলী ও গোলাম মোস্তফা মাসুকের ত্রিমূখী লড়াই হবে।

জকিগঞ্জ ইউনিয়ন: চেয়ারম্যান পদে আওয়ামীলীগের প্রবীণ নেতা সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান (নৌকা), আওয়ামীলীগ বিদ্রোহী সালেহ আহমদ (মোটরসাইকেল), বিএনপির প্রার্থী হাসান আহমদ (ধানের শীষ), জাপা প্রার্থী আতাউর রহমান আলতা (লাঙ্গল) ও জাপার বিদ্রোহী প্রার্থী মাহতাব আহমদ (আনারস) প্রতিকে ভোটের মাঠে চষে বেড়াচ্ছেন।
তবে সাধারণ ভোটারদের ধারনা সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ প্রার্থী খলিলুর রহমান, বিএনপি প্রার্থী হাসান আহমদ ও জাপা প্রার্থী আতাউর রহমান আলতার মধ্যে মূল লড়াই হবে।

সুলতানপুর ইউনিয়ন: চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান আওয়ামীলীগ প্রার্থী ইকবাল আহমদ চৌধুরী একল (নৌকা), বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম (আনারস), জাপা প্রার্থী সমাজসেবী জালাল উদ্দিন (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান বুরহান উদ্দিন (মোটরসাইকেল), বিএনপি প্রার্থী মুজিবুর রহমান (ধানের শীষ), বিএনপি বিদ্রোহী প্রার্থী হাসান আহমদ (চশমা) প্রতিকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এই ইউনিয়নে মূল লড়াই হবে বর্তমান চেয়ারম্যান আওয়ামীলীগ প্রার্থী ইকবাল আহমদ চৌধুরী একল, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, জাপা প্রার্থী জালাল উদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী হাজী বুরহান উদ্দিনের মধ্যে।

বারঠাকুরী ইউনিয়ন: চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান আওয়ামীলীগ প্রার্থী মহসিন মর্তুজা চৌধুরী টিপু (নৌকা), বিদ্রোহী প্রার্থী আওয়ামীলীগ নেতা জামাল আহমদ মাষ্টার (আনারস), বিএনপি প্রার্থী সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন (ধানের শীষ), জাপা প্রার্থী ময়নুল ইসলাম (লাঙ্গল), ইসলামী আন্দোলন প্রার্থী ইউসুফ আলী (হাত পাখা) প্রতিকে ভোটের মাঠ গরম করে রেখেছেন।

শেষ পর্যন্ত এ ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থী বর্তমান চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু ও নাসির উদ্দিনের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বীতা হবে।

কসকনকপুর ইউনিয়ন: চেয়ারম্যান পদে আওয়ামীলীগের প্রার্থী আব্দুর রাজ্জাক তাপাদার রিয়াজ (নৌকা), বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান আলতাফ লস্কর (আনারস), স্বতন্ত্র প্রার্থী আব্দুস সাত্তার মইন (মোটরসাইকেল), স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন (ঘোড়া), জমিয়ত প্রার্থী হুমায়ন কবির বাহার (খেজুর গাছ) প্রতিকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি ও জাপা এ ইউনিয়নে কোন প্রার্থী দিতে পারেনি। এ ইউনিয়নে মূল লড়াই হওয়ার বেশী সম্ভাবনা রয়েছে আওয়ামীলীগ প্রার্থী আব্দুর রাজ্জাক তাপাদার রিয়াজ ও আওয়ামীলীগ বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান আলতাফ লস্করের মধ্যে।

মানিকপুর ইউনিয়ন: চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আবু জাফর মো. রায়হান (নৌকা), বিএনপি প্রার্থী উপজেলা বিএনপি সভাপতি হেলাল আহমদ চৌধুরী (ধানের শীষ), জাপা প্রার্থী মাহতাব আহমদ চৌধুরী (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী ইয়াসিন আলী (আনারস), স্বতন্ত্র প্রার্থী লুৎফুল্লাহেল মাজেদ (মোটর সাইকেল) প্রতিকে ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতায় অবর্তীন।

কিন্তু শেষ পর্যন্ত মূল প্রতিদ্বন্দ্বীতায় থাকবেন বর্তমান চেয়ারম্যান আওয়ামীলীগ প্রার্থী আবু জাফর মো. রায়হান, বিএনপি প্রার্থী উপজেলা বিএনপি সভাপতি হেলাল আহমদ চৌধুরী, জাপা প্রার্থী মাহতাব হোসেন চৌধুরী।

এদিকে ৪ জুনের ইউনিয়ন পরিষদ নির্বাচনী শেষ লড়াইয়ে কোমর বেঁধে নেমেছেন প্রার্থীরা। কেউ কাউকে ছাড় দিতে চাইছেন না। ভোর হতে গভীর রাত পর্যন্ত চলছে প্রচার প্রচারণা। প্রার্থী, সমর্থক ও ভোটারদের চোখে ঘুম নেই। পোষ্টার ব্যানারে চেয়ে গেছে ৯টি ইউনিয়ন। দলীয় নির্দেশনা অবজ্ঞা করে নির্বাচনে প্রার্থীতা বহাল রাখায় ইতিমধ্যে সিলেট জেলা আওয়ামীলীগ জকিগঞ্জের বিভিন্ন ইউনিয়নের ৯জন বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে বহিস্কার করেছে। অপরদিকে দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নেয়ায় সুলতানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলামকে বহিস্কার করা হয়েছে।

নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের যেন মহোৎসব চলছে। ইতিমধ্যে পাঁচ চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা করেছেন উপজেলা নির্বাহী ম্যাজিষ্টেট মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম। তিনি বলেন, নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে মানিকপুর ইউপির জাপা মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাহতাব আহমদ চৌধুরীকে ১০ হাজার টাকা, কাজলসার ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদকে ১০ হাজার টাকা, আওয়ামীলীগ প্রার্থী জুলকার নাইন লস্করকে ১০ হাজার টাকা, বারঠাকুরী ইউনিয়নের জাপা প্রার্থী ময়নুল ইসলামকে ১০ হাজার টাকা, সুলতানপুর ইউনিয়নে জাপা প্রার্থী জালাল উদ্দিনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি বলেন, অব্যাহতভাবে ভ্রাম্যমান আদালতের কার্যক্রম চলছে। নির্বাচনের অধিকাংশ প্রার্থীকেই সতর্ক করে দেওয়া হয়েছে। সুষ্টভাবে নির্বাচন পালন করতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

(এসপি/এএস/মে ৩১, ২০১৬)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test