E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রানীশংকৈলে পিতার বিরুদ্ধে কন্যার সংবাদ সম্মেলন

২০১৬ মে ৩১ ২০:৫৭:২২
রানীশংকৈলে পিতার বিরুদ্ধে কন্যার সংবাদ সম্মেলন

রানীশংকৈল প্রতিনিধি :ঠাকুরগাওয়ের রানীশংকৈল প্রেস ক্লাবে পিতার বিরুদ্ধে জোর করে জমি দখল ও অহেতুক হামলা-মামলার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন কন্যা ফারজানা হক।

ফারজানা হক সংবাদ সম্মেলনে বলেন,আমার রেজিস্ট্রীকৃত ৬শতক জমির উপর বসতবাড়ী ও বাসার সামনে আমার পরিচালিত মেসার্স কামিয়াব পোল্টি ফার্ম এন্ড ফিড ব্যবসা প্রতিষ্ঠানটি দখলের ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন আমার পিতা আইনুল হক ও সৎ ভাই শাহ কোরেশী। এরই ধারাবিহকতায় আমার পিতা আমার সাথে সমঝোতার ভিত্তিতে আমার ৩.৫০শতক জায়গার উপর আমার পরিচালিত প্রতিষ্টানের নামে বহুতল ভবন নির্মাণ করবেন বলে আমার কাছে প্রস্তাব দেন। আমি আমার পিতার কথায় সরল বিশ্বাসে রাজি হয়ে যাই॥ এর মধ্যে আমার পিতা গোপনে ৩মার্চ /১২ ইং সালে পল্লবী বির্ল্ডাস নামীয় প্রতিষ্ঠানের নামে বহুতল ভবনের নকশা তৈরী করে এবং ১২ এপ্রিল/১২ ইং সালে গোপনে রানীশংকৈল পৌরসভা হতে একক নামে নকশা অনুমোদন করেন। যেখানে দাগ খতিয়ান ও জমির পরিমাণ বর্তমান জমির হিসাব থেকে ভিন্ন রয়েছে। এরই মধ্যে বহুতল ভবন নির্মানের সময়ে ব্যাংক ঋণ নেবে মর্মে আমার কাছে জমির মূল দলিলসহ যাবতীয় কাগজ পত্র নেন এবং সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেন।

পরবর্তীতে আমি জানতে পারি যে আমার পিতা সরলতা বিশ্বাসকে নষ্ট করে তার নামে হেবা দলিল করে নিয়েছেন। আমি এ ঘটনা জানার পরে আমার পিতাকে এ বিষয়ে প্রশ্ন করলে তিনি আমার উপর চড়াও হন। এর প্রতিকার চেয়ে আমি স্থানীয় সহকারী কমিশনার ভূমি,সাব-রেজিস্ট্রি অফিসে অভিযোগ এবং বিজ্ঞ আদালতে মামলা করি । এরপর থেকে পিতা ও সৎভাই মামলা প্রত্যাহার ও বিষয়টি নিয়ে যেন বাড়াবাড়ী না করি এই মর্মে বিভিন্নভাবে মামলা হামলা হুমকি অব্যহত রেখেছেন এ কারণে আমি পর পর ২বার রানীশংকৈল থানায় জিডি করি যার নং৯১২/২৫/৪/১৫ইং এবং ১০১০/২৭/০৫/-১৫ইং সালে সেখানেও কোন নিরাপত্তা পাই নি। অথচ আমার জমি জোর পূর্বক দখল করে আবার আমার উপরেই বিভিন্ন ধরনের মিথ্যা মামলা করে আমাকে হয়রানী করছেন।

তিনি আরো বলেন, আইন অনুযাযী আমার সাথে না পেরে গত ২৮/০৫/২০১৬ ইং তারিখে ১৫০-২০০জন গুন্ডা বাহিনী নিয়ে আমাকে ও আমার স্কুলপড়ুয়া সন্তানকে বেধড়ক মারপিট করে ঘরের মধ্যে অবরুদ্ধ করে রেখে বাড়ীর চারপাশে ইটের প্রাচীর নির্মাণ করে ঘর থেকে বের হওয়ার রাস্তা প্রর্যন্ত বন্ধ করে দেয়।

তিনি অভিযোগ করে বলেন, থানা পুলিশ আমার পিতার টাকাই অন্ধ হয়ে গেছে ,ঘটনার দিন বারবার ফোন করেও আমি পুলিশের সহযোগীতা পাইনি। পরবর্তীতে খবর পেয়ে এসে স্থানীয় একজন জনপ্রতিনিধি আমাকে অবরুদ্ব অবস্থা থেকে উদ্ধার করে আহত অবস্থায় রানীশংকৈল স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে।

তিনি সমাজের সকল সচেতন মহল ও প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাদের নিকট তাকে মানবিক সাহায্যে করার জন্য আকুল আবেদন করেছেন।

এ ব্যাপারে অফিসার ইনর্চাজ রেজাউল করিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার দিন আমরা নির্বাচনী ডিউডিতে ছিলাম আমাদের কিছুই করার ছিল না।


(কেএএস/এস/মে ৩১,২০১৬)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test