E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শ্রীপুরে আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৫

২০১৬ জুন ০১ ১২:০৬:৪৪
শ্রীপুরে আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৫

শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি :শ্রীপুরের রাজাবাড়ি বাজারে আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষে ৫ নেতাকর্মী আহত হয়েছে ।

মঙ্গলবার (৩১ মে) রাত ৯টার দিকে নবনির্বাচিত রাজাবাড়ি ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন ও উপজেলা যুবলীগের সভাপতি কমর উদ্দিনের কর্মী সমর্থকের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে । এ সময় ব্যাপক ভাংচুরের ঘটনাও ঘটে। আহতদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, রাতে কমর উদ্দিনের লোকজন বাজারে একটি মিছিল বের করলে ইউপি চেয়ারম্যান ফারুক হোসেনের লোকজন বাধা দেয়। পরে বাকবিত-ার এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে যুবলীগ নেতা নূরুল ইসলাম শিমুল, কৃষকলীগ নেতা কবীর হোসেন পালোয়ান, রফিকুল ইসলাম, ছাত্রলীগ নেতা শাহীন হোসেনসহ ৫ জন আহত হন। পরে প্রতিপক্ষের লোকজন এসে কমর উদ্দিনের ব্যক্তিগত কার্যালয়ে ব্যাপক ভাংচুর চালায়। এ সময় তারা ৩টি প্রাইভেটকার ও ২টি মোটরসাইকেল ভাংচুর করে।

কমর উদ্দিন বলেন, মিছিল দেওয়ার সময় তার লোকজনের ওপর প্রতিপক্ষের লোকজন অতর্কিত হামলা করে। রাজাবাড়ি ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন বলেন , গত তিনদিন ধরে দা লাঠি নিয়ে প্রতিপক্ষের লোকজন বাজারে মহড়া দিচ্ছিল। এতে বিক্ষুদ্ধ হয়ে স্থানীয় ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ হয়ে তাদের ওপর হামলা করেছে। এ ঘটনায় তার কোন কর্মী সমর্থক জড়িত নয় বলে তিনি দাবি করেন। শ্রীপুর থানার ওসি মোস্তফা কামাল বলেন, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে।


(আরএইচ/এস/ জুন০১,২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test