E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চাটমোহরে গ্রামীণ স্বাস্থ্যসেবা নিশ্চিতে ভ্রাম্যমাণ অ্যাম্বুলেন্স সেবা চালু

২০১৬ জুন ০১ ২২:১০:৩৮
চাটমোহরে গ্রামীণ স্বাস্থ্যসেবা নিশ্চিতে ভ্রাম্যমাণ অ্যাম্বুলেন্স সেবা চালু

চাটমোহর (পাবনা) প্রতিনিধি :পাবনার চাটমোহর উপজেলার গ্রামীণ প্রসূতি মা, শিশু এবং দুস্থ্য রোগীদের চিকিৎসা সেবা ত্বরান্বিত করতে বুধবার থেকে চালু হলো ভ্রাম্যমাণ অ্যাম্বুলেন্স সেবা।

চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার বেগম শেহেলী লায়লার বিশেষ উদ্যোগে উপজেলার ১১টি ইউনিয়নে প্রায় ২৬ লাখ টাকা ব্যয়ে প্রতিটি ইউনিয়নে ১টি করে (ব্যাটারি চালিত অটোরিকশায়) ভ্রাম্যমাণ অ্যাম্বুলেন্স চালু করা হয়েছে। একইসাথে মটর সাইকেল চুরি ঠেকাতে উপজেলা চত্বরে নির্মাণ করা হয়েছে একটি গ্যারেজ। যেখানে বিনামুলে মটর সাইকেল রাখতে পারবেন চালকরা।
বুধবার সকাল ১১টায় চাটমোহর উপজেলা পরিষদে ব্যতিক্রমী এই অ্যাম্বুলেন্স সেবা ও মটর সাইকেল গ্যারেজের উদ্বোধন করেন জেলা প্রশাসক রেখা রানী বালো।

এ সময় উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সিদ্দিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম শেহেলী লায়লা, ভাইস চেয়ারম্যান আরজ খান, ওসি সুব্রত কুমার সরকার, সাংবাদিক হেলালুর রহামন জুয়েল, রকিবুর রহমান টুকুন, শামীম হাসান মিলনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সুত্র জানায়, অ্যাম্বুলেন্সের চালক হিসেবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের প্রশিক্ষণপ্রাপ্ত গ্রাম পুলিশকে নিয়োগ দেয়া হয়েছে। সে ক্ষেত্রে প্রতিটি গ্রাম পুলিশকে রশিদ মূলে রোগীর পরিবারকে ৫০ টাকা করে প্রদান করতে হবে। রোগীদের সুবিধার্থে প্রতিটি অ্যাম্বুলেন্স চালকের কাছে (০১৭৯৬-৫৬৯১৩০ থেকে ০১৭৯৬-৫৬৯১৪০) কর্পোরেট নম্বরসহ মোবাইল সেট থাকবে। প্রতিটি ইউনিয়ন পরিষদে অ্যাম্বুলেন্স অবস্থান করবে। কোন প্রসূতি মা ও শিশু অথবা দুস্থ্য রোগী অ্যাম্বুলেন্স চালকের সাথে যোগাযোগ করে এই সেবা নিতে পারবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার এই ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।


(এসএইচএম/এস/জুন০১,২০১৬)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test