E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কালিহাতীতে নির্বাচন স্থগিতাদেশের প্রতিবাদে সড়ক অবরোধ

২০১৬ জুন ০১ ২৩:২২:৫১
কালিহাতীতে নির্বাচন স্থগিতাদেশের প্রতিবাদে সড়ক অবরোধ

টাঙ্গাইল প্রতিনিধি :টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দশকিয়া ও সল্লা ইউনিয়নের সীমানা জটিলতা নিয়ে হাইকোর্ট এই দুই ইউনিয়নে নির্বাচন স্থগিত করে। গতকাল এ সংক্রান্ত একটি চিঠি জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছালে ওই এলাকার আওয়ামী লীগ মনোনীত ও বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত দশকিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালেক ভূইয়ার অনুসারীরা বিক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে আসে। এসময় বিক্ষুব্ধকারী প্রায় ঘন্টাখানেক এলেঙ্গা-পটল সড়ক অবরোধ করে রাখে।

মিছিলকারীরা বর্তমান চেয়ারম্যান মীর্জা জাহাঙ্গীরকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তার বসত বাড়িতে হামলার চেষ্টা চালায়। খবর পেয়ে পুলিশ ও ২ প্লাটুন বিজিবি ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে সহকারি কমিশনার (ভূমি) শংকর কুমার বিশ্বাস বলেন, যেহেতু বিষয়টি মহামান্য হাইকোর্ট জারি করেছেন তাছাড়া এ বিষয়টি আইনগত হওয়ায় এটি আইন দিয়ে মোকাবেলা করতে হবে।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ফরাজী জানান, যাতে করে এ এলাকায় আইন শৃঙ্খলা বিঘ্নিত না হতে পারে সে লক্ষ্যে আমরা তৎপর রয়েছি। এছাড়াও বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে বলেও তিনি জানান।




(আরকেপি/এস/জুন০১,২০১৬)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test