E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

  সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

২০১৬ জুন ০৪ ১১:৩৮:১১
  সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

মৌলভীবাজার প্রতিনিধি : জেলার  ভারী বর্ষণে পাহাড়ি ঢলের স্রোতে আখাউড়া-সিলেট রেলপথের লাউয়াছড়ার জানকিছড়া রেলপথে তৃতীয় দফা কালভার্ট সেতু একটি আরসিসি ঢালাই করা খুঁটি দেবে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। শুক্রবার দিবাগত রাত ২টায় সৃষ্ট খুঁটি দেবে যায়।


শ্রীমঙ্গল ও শমশেরনগর স্টেশন সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে ভারী ঝড়োহাওয়া ও ভারী বর্ষণে লাউয়াছড়া জাতীয় উদ্যান দিয়ে প্রবাহিত জানকি ছড়ার ঢলের পানির প্রবল স্রোতের আঘাতে রেল সেতুটির আরসিসি ঢালাইকৃত একটি খুঁটি দেবে যায়। ফলে রাত ২টা থেকে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

এ অবস্থায় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটমুখী আন্তনগর উপবন এক্সপ্রেস ট্রেন শ্রীমঙ্গল স্টেশনে ও চট্রগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তনগর উদয়ন এক্সপ্রেস ট্রেন শায়েস্তাাগঞ্জ স্টেশনে আটকা পড়ে।

শমমেরনগর স্টেশনের সহকারী মাস্টার কবির আহমদ বলেন, শনিবার সকালের ঢাকামুখী আন্তনগর কালনি এক্সপ্রেস ট্রেন সকাল সাড়ে আটটা পর্যন্ত যাত্রা শুরু করেনি। প্রায় ২০ ফুট দীর্ঘ ব্রিটিশ আমলে নির্মিত রেলপথের এই কালভার্ট সেতুটি ইতিপূর্বে আরও দু’দফা দেবে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।

বাংলাদেশ রেলওয়ের গণপূর্ত বিভাগের শ্রীমঙ্গলস্থ উপ-সহকারী প্রকৌশলী আলী আজম ঘটনার বলেন, ট্রেন চলাচল স্বাভাবিক করতে সেতু মেরামত কাজ করছে রেল কর্মীরা। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, দুপুরের মধ্যে বিশেষ ব্যবস্থায় ট্রেন চলাচল স্বাভাবিক করা যাবে।
(এমএকে/বি এইচ৪জুন২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test