E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পিরোজপুরে শান্তিপূর্ণভাবে ইউপি নির্বাচন সম্পন্ন

২০১৬ জুন ০৪ ১৮:০৬:৫১
পিরোজপুরে শান্তিপূর্ণভাবে ইউপি নির্বাচন সম্পন্ন

অভিজিত রাহুল বেপারী : পিরোজপুরের ৩টি উপজেলার ৭টি ইউনিয়নে দু একটি বিচ্ছিন্ন ঘটনা বাদে শান্তিপূণভার্বে সম্পন্ন হয়েছে ৬ষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন। সকাল ৮ টা থেকে ভোট গ্রহন শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহন চলে। সরেজমিনে ঘুরে দেখা যায় কেন্দ্রগুলোতে ভোটারের স্বতস্ফুর্ত উপস্থিতি ছিল। বিশেষ করে মহিলা ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

সদর উপজেলার সিকদারমল্লিক ইউনিয়নে ২নং বরজালা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপি প্রার্থীর পোলিং এজেন্ট আবুল বাশার মাহবুবকে মারধর করে কেন্দ্র থেকে বের করে দেয়ার ঘটনা ঘটেছে। পরে সাংবাদিক ও অন্যান্যদের হস্তক্ষেপে মাহবুব কেন্দ্রে প্রবেশ করতে সক্ষম হন।

এছাড়া একই ইউনিয়নের চালিতাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এবং কালিখোলা সরকারি প্রাাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকালের দিকে ধানের শীষের কোন এজেন্ট প্রবেশ করতে দেয়া হয়নি বলে অভিযোগ করেছেন বিএনপি প্রার্থী।

সিকদার মল্লিক ইউনিয়নের চশমা মার্কার স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রওসন আরা হাবীব অভিযোগ করেন, আওয়ামীলীগ কর্মীদের হুমকীর ভয়ে তার কোন এজেন্ট কেন্দ্রে আসেন নাই।

জিয়ানগর উপজেলার পত্তাশী ইউপি’র ৮ নং ওয়ার্ডে একটি কেন্দ্রে সকালের নৌকা মার্কার সমর্থকদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেলেও পরবর্তীতে শান্তিুপূর্ণ ভোটগ্রহন সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য ৬ষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে পিরোজপুর জেলার মোট ৭ টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ২৫ জন চেয়ারম্যান প্রার্থী, সাধারণ সদস্য পদে ২২৩ জন এবং সংরক্ষিত সদস্য পদে ৮০ জন প্রতিদ্বন্দিতা করছেন।

নির্বাচন সুষ্ঠ ভাবে পরিচালনার জন্য ৯০ জন বিজিবি সদস্য, ৪৯৩ জন পুলিশ ও ১ হাজার ৭১ জন আনসারসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নির্বাচন কেন্দ্রগুলোতে উপস্থিত ছিলেন।

(এআরবি/এএস/জুন ০৪, ২০১৬)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test