E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চাটমোহরে ৬ ইউনিয়নে নির্বাচন সম্পন্ন

২০১৬ জুন ০৪ ১৮:২২:৩৪
চাটমোহরে ৬ ইউনিয়নে নির্বাচন সম্পন্ন

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : ব্যাপক ভোট কারচুপি আর দুই ইউনিয়নে ৩ জন চেয়ারম্যান প্রার্থীর ভোট বর্জনের মধ্যে দিয়ে শনিবার শেষ হলো চাটমোহর উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। উপজেলার ৫৭টি কেন্দ্রে সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ একটানা চলে বিকেল চারটা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে শুরু হয়েছে ভোট গণনা।

সকাল থেকেই ভোটারদের দীর্ঘ লাইন চোখে পড়ে ভোট কেন্দ্রগুলোতে। কিন্তু অধিকাংশ ভোটার হয় নৌকায় ভোট দিতে বাধ্য হয়েছেন অথবা তার ভোট নৌকার এজেন্ট সিল মেরে বাক্সে ভরেছেন। এ নিয়ে ভোটার আর অন্য প্রার্থীরা ছিল হতাশ।

চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়নে দুপুর সাড়ে ১২টার দিকে গুনাইগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট নিয়ে নৌকা প্রতিকে প্রকাশ্যে সিল মারে নৌকার পক্ষের সমর্থকরা। একই চিত্র দেখা যায় হরিপুর ইউনিয়নের হরিপুর দূর্গাদাস স্কুল এন্ড কলেজ ভোট কেন্দ্রে। সেখানে নৌকায় ভোট দিতে ভোটারদের বাধ্য করা, প্রকাশ্যে সিল মারা, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর এজেন্টদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দেয় নৌকার সমর্থকরা।

এছাড়া আ’লীগ প্রার্থী নুরুল ইসলাম ও তাঁর কর্মীরা ভোট কেন্দ্র দখলের অপচেষ্টা করেন। তারা হিয়ালদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বহিরাগত নিয়ে জোরপূর্বক ব্যাালট পেপার কেটে নৌকায় সিল মারেন। পরে রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার সাখাওয়াত হোসেন ৭০টি ভোট বাতিল করেন বলে তিনি জানান। নৌকার কর্মীরা গুনাইগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পৈলানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র দখলের চেষ্টা চালান।

ভোট কেন্দ্র বেলা বাড়ার সাথে সাথে নির্বাচনে ভোট কারচুপি, এজেন্টদের মারধর করে জোরপূর্বক কেন্দ্র থেকে বের করে দেয়া, নৌকার পক্ষে প্রকাশ্যে ব্যালটে সিল, ভোটারদের হুমকীসহ বিভিন্ন অভিযোগ ভোট বর্জনের ঘোষণা দেন উপজেলার ৩ জন চেয়ারম্যান প্রার্থী। ভোট বর্জনকারীরা হলেন- হরিপুর ইউনিয়নে বিএনপি প্রার্থী সিরাজুল ইসলাম (ধানের শীষ), আ’লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী কাশেম সরদার (আনারস) এবং গুনাইগাছা ইউনিয়নে বিএনপি প্রার্থী গোলাম মওলা (ধানের শীষ)। প্রার্থীরা গণমাধ্যমকর্মীদের কাছে তাদের অভিযোগ তুলে ভোট বর্জনের কথা নিশ্চিত করেন।

বিএনপি প্রার্থী সিরাজুল ইসলাম অভিযোগ করেন- হরিপুর ইউনিয়নের হরিপুর দূর্গাদাস হাইস্কুল, সোন্দভা সরকারি প্রাথমিক বিদ্যালয়, চকশংকর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আগশোয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র নৌকার প্রার্থী মো. মকবুল হোসেন ও তার কর্মীরা দখল করে প্রকাশ্যে নৌকায় সিল মারেন। বের করে দেওয়া হয় ধানের শীষের এজেন্টদের। ধুলাউড়ি তার বাড়িতে সংক্ষিপ্ত এক প্রেসব্রিফিংয়ে তিনি নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার জানান, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সবধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। ভোট কেন্দ্রে আনসার সদস্য ও অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। পাশাপাশি র‌্যাব-বিজিবি টহল জোরদার করা হয়। ছিল নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে মোবাইল টিম। দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

চাটমোহরের ৬ ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৩ জন, সাধারণ সদস্য পদে ২১৬ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৬৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ইউনিয়নগুলো হলো বিলচলন, ছাইকোলা, হান্ডিয়াল, নিমাইচড়া, হরিপুর ও গুনাইগাছা।

(এসএইচএম/এএস/জুন ০৪, ২০১৬)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test