E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নাগরপুরে বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক রচনা প্রতিযোগিতা

২০১৬ জুন ০৪ ১৮:৩৩:৪৯
নাগরপুরে বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক রচনা প্রতিযোগিতা

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে বাল্য বিয়ে প্রতিরোধ ও এর কুফল বিষয়ক সচেতনতামূলক রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ব্রাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর উদ্যোগে উপজেলার পচাঁসারটিয়া মেহের আলী খান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত রচনা প্রতিযোগিতায় পচাঁসারটিয়া মেহের আলী খান উচ্চ বিদ্যালয়ের প্রায় শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।

মেধাতালিকার ভিত্তিত্বে ৫জন প্রতিযোগিদের পুরুষ্কৃত করা হয়। উপজেলা নারী উন্নয়ন ফুরামের সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জিয়াসমিন আক্তার জোৎস্না বিজয়ীদের হাতে পুরুষ্কার তুলে দেন।

এ সময় পচাঁসারটিয়া মেহের আলী খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরহাদ হোসেন, ব্রাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর ফিল্ড অর্গানাইজার মো. জহুরুল ইসলাম, মো. কামরুজ্জামান, মোসা. আলেয়া খাতুন ও বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

(টিপি/এএস/জুন ০৪, ২০১৬)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test