E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শরীয়তপুর পৌরসভার প্রাক বাজেট আলোচনা

২০১৬ জুন ০৬ ০০:২২:০৩
শরীয়তপুর পৌরসভার প্রাক বাজেট আলোচনা

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুর পৌরসভার হলরুমে শরীয়তপুর পৌরসভার  ২০১৬-১৭ অর্থ বছরের  এক প্রাকবাজেট আলোনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। রবিবার বেলা ১১টায় শরীয়তপুর পৌর সভার মেয়র মোঃ রফিকুল ইসলাম  কোতোয়াল প্রাক বাজেট উপস্থাপন  করেন।

নব নির্বাচিত পৌর মেয়র রফিকুল ইসলাম কোতোয়ালের সভাপতিত্বে এ বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শরীয়তপুর পৌরসভার সাবেক প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নুরমোহাম্মদ কোতোয়াল, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আবুল ফজল মাষ্টার, পৌরসভার সচিব এনামূল হক, পৌরসভার প্যানেল মেয়র বাচ্চু বেপারী, আলমগীর মৃধা অন্যান্য কাউন্সিলর বৃন্দ, নির্বাহী প্রকৌশলী শ্রী লক্ষীকান্ত , শরীয়তপুর বাস মালিক সমিতির সাধারন সম্পাদক ফারুক আহম্মেদ তালুকদার, আওয়ামীলীগ নেতা মজলিস খান, বাচ্চু মুন্সি, আজিজুল হক পাহাড়, জেলার সিনিয়র গণমাধ্যমকর্মীবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ । এ সময় পৌর মেয়র রফিকুল ইসলাম ২০১৬-২০১৭ অর্থ বছরের জন্য ৬৫ কোটি ৬৪ লাখ ৭৯ হাজার ৪৭৮ টাকার একটি সম্ভাব্য বাজেট উপস্থাপন করেন।

প্রাক বাজেট আলোচনা সভায় মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল সম্ভাব্য এই বাজেট সফলভাবে বাস্তবায়নের জন্য শরীয়তপুরের সর্বস্তরের নাগরিকদের কাছ থেকে দোয়া ও সঞায়তা কামনা করেছেন। তিনি আগামী ৫ বছরে শরীয়তপুর পৌরসভাকে একটি তিলত্তমা নগরী হিসেবে প্রতিষ্ঠিত অঙ্গিকার ব্যক্ত করে সকলের সহযোগিতা কামনা করেছেন। পৌরসভার নাগরিকদের কাছে তিনি সময়মত সকল পৌর কর পরিশোধেরও অনুরোধ জানান।

(কেএনআই/এএস/জুন ০৬, ২০১৬)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test