E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চট্টগ্রামে দূষিত পানি পান করে অসুস্থ ৭০ শ্রমিক

২০১৪ জুন ০৭ ১০:৫৯:০৯
চট্টগ্রামে দূষিত পানি পান করে অসুস্থ ৭০ শ্রমিক

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে একটি পোশাক কারখানায় পানি খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন কমপক্ষে ৭০ জন শ্রমিক। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ব্যবসায়ি অবসরপ্রাপ্ত মেজর এম এ মান্নানের মালিকানাধীন পেনিনসুলা গার্মেণ্টসে এ ঘটনা ঘটেছে।

এর মধ্যে কমপক্ষে ২০ জন শ্রমিক বেপজা হাসপাতালে ভর্তি হয়েছেন।
পুলিশ জানিয়েছে, দু’একজন সহকর্মীকে আক্রান্ত হতে দেখে বাকি শ্রমিকরা ‘সাইকোলজিক্যাল ডায়রিয়ায়’ আক্রান্ত হয়েছে।

সিইপিজেডের মহাব্যবস্থাপক আহসানি হাবিব জানান, শুক্রবার কারখানা বন্ধ ছিল। শনিবার সকাল ৮টার দিকে শ্রমিকরা কাজে যোগ দেন। কিছুক্ষণ পর দু’জন নারী শ্রমিক হঠাৎ বমি করা শুরু করেন। সহকর্মী কয়েকজন শ্রমিক তাদের বেপজা হাসপাতালে নিয়ে যান। এরপর একে একে শ্রমিকরা কেউ বমি করতে করতে আবার কেউ মাথা ঘোরানোসহ বিভিন্ন উপসর্গ নিয়ে হাসপাতালে যান।

তিনি জানান, প্রাথমিক চিকিৎসা শেষে কমপক্ষে ৫০ জন বা‍সায় ফিরে গেছেন। কারখানা ছুটি দেয়া হয়েছে। বেপজা’র সরবরাহ করা পানিতে কোন সমস্যা নেই বলে তিনি দাবি করেন।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল মনসুর বলেন, হাসপাতালে ২০ জনকে ভর্তি অবস্থায় দেখেছি। অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। সিইপিজেডের কারখানাগুলোতে বেপজা নিজস্ব ব্যবস্থায় পানি সরবরাহ করে। সেই পানি খেয়ে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েছেন।

তিনি আরো জানান, তবে বেপজা হাসপাতালের চিকিৎসক পরীক্ষার জন্য পানি সংগ্রহ করেছেন।

(ওএস/জেএ/জুন ০৭, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test