E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

টাঙ্গাইলে অপহৃতা উদ্ধার, গ্রেফতার ২

২০১৬ জুন ০৭ ১২:৫৫:২১
টাঙ্গাইলে অপহৃতা উদ্ধার, গ্রেফতার ২

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুর থানায় অপরহন ও অপহরণের সহায়তা মামলার চার্জশীটভুক্ত আসামীকে গ্রেফতার ও অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার করেছে টাঙ্গাইল পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

টাঙ্গাইল পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) অতিরিক্ত পুলিশ সুপার মো. বেলাল হোসেন জানান, গত বছর ১০ আগষ্ট/১৫ আসামী মো. আশরাফুল ইসলাম (২৫) গোপালপুর থানার মির্জাপুর ফকির মরিয়ম বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ছাত্রীকে নিয়ে আত্মগোপন করে। পরে ঐ ছাত্রীর পিতা মিন্টু মিয়া বাদী হয়ে গোপালপুর থানায় অপহরণ ও অপহরণের সহায়তার মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা গত ২৭ জানুয়ারী/১৬ অপহৃতাকে উদ্ধার ও আসামীকে গ্রেফতার ছাড়াই শুধু আসামী আশরাফুলের বিরুদ্ধে চার্জসীট দিলে বাদী নারাজি দেয়। পরে আদালত ১৩ এপ্রিল/১৬ মামলার পুর্ণ তদন্তের জন্য টাঙ্গাইল পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)কে দায়িত্ব দেয়া হয়।

পিবিআই এর একটি টিম নারায়ণগঞ্জ জেলার পাগলা, নয়ামাটি এলাকা থেকে আসামী আশরাফুলকে গ্রেফতার ও অপহৃতাকে উদ্ধার করে। পরে অপহরণের সহায়তাকারী নজরুল কেও গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্টে ২২ ধারায় জবানবন্দির জন্য আসামীদের পাঠানো হয়েছে।

(এমএনইউ/এএস/জুন ০৭, ২০১৬)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test