E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাজশাহীতে সরকারি ওষুধ ও ইনজেকশনসহ আটক ৪

২০১৬ জুন ০৮ ১৬:২৩:২৬
রাজশাহীতে সরকারি ওষুধ ও ইনজেকশনসহ আটক ৪

রাজশাহী প্রতিনিধি : বিপুল পরিমাণ সরকারি ওষুধ ও ইনজেকশনসহ চার ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-৫। রাজশাহী মহানগরীর সাগরপাড়া ও লক্ষ্মীপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

বুধবার বিকেল ৩টার দিকে তাদের আটক করা হয়। এর মধ্যে মহানগরীর সাগরপাড়া এলাকার একটি ভাড়া বাড়ি থেকে মো. বুলু শেখ (৪৫) ও ওয়াহিদুল ইসলাম ওয়াহিদকে (৪০) আটক করা হয়। এছাড়া লক্ষ্মীপুর এলাকার অন্তরা ফার্মেসি থেকে আকরাম পারভেজ (৩০) ও পপুলার ডায়গনস্টিক সেন্টারের নিচ থেকে আবদুল কুদ্দুস (৬০) নামে আরও দুইজনকে আটক করা হয়। তারা সবাই চোরাই ওষুধ সিন্ডিকেটের সদস্য বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৫ রেলওয়ে কলোনি ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোবাশ্বের রহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে বিপুল পরিমাণ সরকারি চোরাই ওষুধসহ বুলুকে আটক করা হয়। পরে চোরাই সরকারি ওষুধ উদ্ধারে বুলুকে নিয়ে মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চলে।

‘পরে একে একে তিনজন আটক হন। তাদের কাছ থেকে সরকারি বিভিন্ন ওষুধ ও ইনজেকশন উদ্ধার করা হয়েছে। তবে সঠিক পরিমাণ নির্ধারণ করা যায়নি। ওষুধগুলো গণনা চলছে। পরে তার পরিমাণ জানানো হবে। তবে উদ্ধাকৃত ওষুধগুলোর আনুমানিক মূল্য লাখ টাকার বেশি হবে,’ বলে জানান তিনি।

(ওএস/এএস/জুন ০৮, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test