E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাচারকালে বনের চোরাই শিশু কাঠ জব্দ

২০১৬ জুন ০৯ ০৯:২০:২৫
পাচারকালে বনের চোরাই শিশু কাঠ জব্দ

দিনাজপুর প্রতিনিধি :দিনাজপুরের নবাবগঞ্জে পাচারকালে গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টায় বন বিভাগের চোরাই শিশু কাঠ জব্দ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বজলুর রশীদ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের বানমারী এলাকা থেকে ২০টি শিশু গাছের কাঠ জব্দ করেছেন। কাঠগুলো বন বিভাগের ভাদুরিয়া বিট এলাকার বন থেকে কেটে বানারী এলাকার আমবাগানে রাখা হয়েছিল।

৮নং মাহমুদপুর ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রহিম বাদশা বলেন, বন বিভাগের ভাদুরিয়া বিটের কর্মরত কর্মকর্তা ও কর্মচারিদের যোগসাজসে এলাকার একটি সংঘবদ্ধ বনের কাঠ পাচারকারিরা রাতের অন্ধকারে বনের বিভিন্ন প্রজাতির মূল্যবান গাছ কেটে অন্যত্র জমা রেখে সময় ও সুযোগ বুঝে দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছে। এতে বনের কর্মকর্তা ও কর্মচারিরা আর্থিকভাবে লাভবান হলেও উজাড় হচ্ছে বন।

বনের কাঠ পাচারের সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করে ভাদুরিয়া বিট কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, জব্দকৃত কাঠগুলো বন থেকে কাটা হয়েছে তার কোন প্রমাণ পাওয়া যাচ্ছে না।

চরকাই রেঞ্জ কর্মকর্তা মনিরুজ্জামান চৌধুরী বলেন, শিশু কাঠ জব্দ করার স্থান পরিদর্শন করেছেন। গাছগুলোর বিষয়ে অনুসন্ধান চালানো হচ্ছে। বনের গাছ হয়ে থাকলে অবশ্যই গাছ চুরির বিষয়ে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বজলুর রশীদ বলেন, বনের গাছ কেটে পাচার করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতেই গাছগুলো জব্দ করা হয়েছে।
(এসিএ/এস/জুন০৯,২০১৬)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test