E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কাপাসিয়ায় পুলিশের চেকিং এর নামে ব্যাপক ঘুষ বাণিজ্য

২০১৬ জুন ০৯ ২১:২০:৫৮
কাপাসিয়ায় পুলিশের চেকিং এর নামে ব্যাপক ঘুষ বাণিজ্য

কাপাসিয়া(গাজীপুর)প্রতিনিধি :আজ বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় যানবাহনে পুলিশের চেকিং এর নামে ব্যাপক ঘুষ বাণিজ্যের খবর পাওয়া গেছে।

প্রত্যক্ষদশীরা জানান,আজ সকাল থেকে কাপাসিয়া থানা পুলিশ উপজেলার তরগাও হাসপাতাল মোড়,ত্রিমহনী বাজার, খিরাটি,আমরাইদ ,টোক এলাকায় তিনটির অধিক পুলিশ চেকিং বসায়। রাস্তায় দাঁড়িয়ে পুলিশ ও কয়েকজন বহিরাগতরা মিলে রাস্তায় চলাচলরত বাস ,মাইক্রো,প্রাইভেটকার, সি এন জি, হোন্ডা আরোহীদের থামিয়ে কাগজ পত্র চেকিং এর নাম করে তাদের কাছ থেকে প্রকাশ্যে ঘুষ গ্রহন করেন। যানবাহনের সকল কাগজ পত্র সঠিক থাকলে ও পুলিশকে ঘুষ দিতে বাধ্য হয়। কেউ কেউ এর প্রতিবাদ করলে পুলিশ তাদের ইয়াবা ও গাজার মামলায় ফাসিয়ে দেয়ার ও হুমকি দেন বলে ভুক্তভুগিরা অভিযোগ করে এ প্রতিনিধিকে জানান। অনেকে মানস্মানের ভয়ে পুলিশকে ঘুষ দিয়ে কেটে পড়েন।

পারভেজ নামে প্রাইভেট কারের চালক জানান ,আজ দুপুরে মনোহরদী থেকে ঢাকা যাওয়ার পথে খিরাটি বাজারের কাপাসিয়া থানার দারোগা ‘সবুজ’ তার গাড়ী গতিরোধ করেন। কারন জানতে চাইলে গালদিয়ে বলে' তুই ইয়াবা ব্যবসা করিছ। তোমাকে আমি হাজতে ঢুকাবো। আমি এর প্রতিবাদ করতে গেলে আমাকে শরীরে আঘাত করা হয়। পরে সে আমার গাড়ীর কাগজপত্র দেখাতে বলে আমি সমস্ত কাগজ পত্র দেখানোর পর দারোগা আমার কাছে ২হাজার টাকা দাবি করে। আমি টাকা না দেয়া আমার বিরুদ্ধে মামলা করার হুমকি দেয়। পরে আমি বাধ্য হয়ে ১হাজার টাকা দিয়ে ছাড়া পাই।' এম ভাবে টোক,আমরাইদ এলাকায় থানা পুলিশ বেপোরায়া হয়ে যানবাহন তেকে প্রকাশ্যে ঘুষ গ্রহন করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

এ ব্যাপারে কাপাসিয়া থানার ওসি(তদন্ত ) বলেন আমরা সরকারী নিদের্শ পাওয়ার পর যাবহনের কাগজ পত্র চেকিং করছি। অনেক অবৈধ যানবাহন চলাচল করছে সেই জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। কোন ঘুষ গ্রহনের অভিযোগ পাওয়া যায়নি।

আসন্ন ঈদকে সামনে রেখে এখনই ঘুষ বাণিজ্য শুরু করে দিয়েছে পুলিশ। সূত্র জানায়,পুলিশ সারা দিনে কোন হোন্ডা,সিএন জি,বা অন্যকোন যানবাহনের বিরুদ্ধে কোন মামলা বা জরিমানা আদাই করতে পারেনি।





(এসকেডি/এস/জুন ০৯,২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test