E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মদনে মুক্তিযোদ্ধার সম্পদ পৌর কাউন্সিলরের দখলে

২০১৬ জুন ১০ ১৭:৩৪:০০
মদনে মুক্তিযোদ্ধার সম্পদ পৌর কাউন্সিলরের দখলে

মদন (নেত্রকোণা) প্রতিনিধি : মুক্তিযোদ্ধার সম্পদ প্রভাবশালী পৌর কাউন্সিলরের হাত থেকে উদ্ধার করার জন্যে প্রয়াত মুক্তিযোদ্ধার স্ত্রী রওশন আরা শুক্রবার বিকালে মদন প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে সম্পত্তি ফেরত পাওয়ার জন্য মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট দপ্তরের সাহায্য কামনা করেছেন।

তিনি সাংবাদিক সম্মেলনে অভিযোগ করে বলেন, পৌরসভার জাহাঙ্গীরপুর মৌজার ১১৬৭ দাগের আমার স্বামী প্রয়াত মুক্তিযোদ্ধা রাজা মিয়ার অসুস্থতার সুযোগে পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর জামাল হোসেন ১শতাংশ বাড়ি দখল করে রান্নাঘর তৈরি করেন। এ নিয়ে উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র মুক্তিযোদ্ধা কমান্ডার, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার, সাবেক প্যানেল মেয়র পার্থনাথ বৈশ্য সজল সহ অনেক গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে ১০/১২ বার দরবার করে কাউন্সিলরকে জায়গা ছেড়ে দেওয়ার জন্যে নির্দেশ দেন। কিন্তু প্রভাবশালী কাউন্সিলর থাকায় কারো কোনো কথা কর্ণপাত না করে আমাকে উল্টো প্রাণ নাশের হুমকি দিচ্ছে।

এ ব্যাপারে মদন থানা সহ বিভিন্ন কর্তৃপক্ষের বরাবরে অভিযোগ দায়ের করেছি। সাংবাদিক সম্মেলনে স্থানীয় ও জাতীয় পত্রিকার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।



(এএমএ/এস/জুন ১০,২০১৬)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test