E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কালিহাতীতে মুক্তিযোদ্ধা তারা মিয়ার সনদ বাতিলের দাবিতে কাউন্সিলে চিঠি

২০১৬ জুন ১০ ১৮:০৪:২৮
কালিহাতীতে মুক্তিযোদ্ধা তারা মিয়ার সনদ বাতিলের দাবিতে কাউন্সিলে চিঠি

টাঙ্গাইল প্রতিনিধি :টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আমজানি গ্রামের ভূয়া মুক্তিযোদ্ধা তারা মিয়ার মুক্তিযোদ্ধা সনদ বাতিলের দাবী জানিয়েছে এলাকাবাসি। সম্প্রতি এ বিষয়ে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালককে চিঠি দেয়া হয়েছে। তাদের দাবী -তারা মিয়া কখনো মুক্তিযোদ্ধে অংশগ্রহণ করেননি এবং তিনি মুক্তিযোদ্ধের আদর্শেও বিশ্বাস করেন না।

মুক্তিযোদ্ধের সময় তিনি এলাকায় অবস্থান করে মুক্তিযোদ্ধ বিরোধী কর্মকান্ডে লিপ্ত ছিলেন। পরে তিনি বিএনপি-জামাতের রাজনীতির সঙ্গে যুক্ত হন। ২০০৮ সালে সংসদ নির্বাচনের সময় তিনি বিএনপির প্রার্থীর পোলিং এজেন্ট ছিলেন। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালকের কাছে পাঠানো আবেদনে এসব অভিযোগ করা হয়েছে।

অভিযোগে রয়েছে- কালিহাতী উপজেলার আমজানি গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে তারা মিয়া জাতীয় পরিচয়পত্র জাল করে ভূয়া মুক্তিযোদ্ধা সনদ সংগ্রহ করেছেন। বিগত উপজেলা পরিষদ নির্বাচনের ভোটার তালিকা অনুসারে তার জাতীয় পরিচয়পত্র নম্বর ৯৩২৫৪৩৪৬৬৬৩০১ সেখানে জন্ম তারিখ ১২-০৫-১৯৫৭। কিন্তু মক্তিযোদ্ধা সনদে জাতীয় পরিচয়পত্র নম্বর ৯৩১৪৭৮৩৪৬৬৩০১ এবং সেখানে জন্ম তারিখ ১২-০৫-১৯৫১। অন্যদিকে তার এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন অনুসারে তিনি ১৯৫৯ সালের ১৩ আগস্ট জন্ম গ্রহণ করেছেন। একই ব্যক্তির তিনটি জন্ম তারিখের বিষয়ে জানতে চাইলেমো: তারা মিয়া প্রথমে উত্তর দিতে অস্বীকৃতি জানান, পরবর্তীতে ভূল সংশোধন করেছেন বলে জানান তবে প্রকৃত পরিচয়পত্র এবং জন্ম সাল বলতে অস্বীকৃতি জানান তিনি । মুক্তিযোদ্ধা সনদ গ্রহনের তারিখ সম্পর্কে তিনি বলেন, যথাযথ প্রক্রিয়াতেই সনদ নিয়েছি। এ দিকে মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালকের কাছে পাঠানো সনদ বাতিলের আবেদনের বলা হয়েছে, কালিহাতীর আমজানি গ্রামের তারা মিয়ার মুক্তিযোদ্ধা সনদ পাওয়ার বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকার মুক্তিযোদ্ধাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এর মাধ্যমে প্রকৃত মুক্তিযোদ্ধাদের অপমান করা হয়েছে। এ পরিস্থিতিতে তারা মিয়ার মুক্তিযোদ্ধা সনদ বাতিল করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দরকার বলে এলাকা বাসি জানিয়েছে। এব্যাপারে প্রতিবাদকারীরা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মিজানুর রহমান মজনুকে বার বার লিখিত আবেদন দেওয়ার পরও কোন উদ্ধ্যোগ নেয়নি।

(এমএনইউ/এস/জুন ১০,২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test