E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নন্দীগ্রামে কৃষকের আখ ক্ষেত নষ্ট করেছে প্রতিপক্ষরা

২০১৬ জুন ১০ ১৮:৪৯:৩৭
নন্দীগ্রামে কৃষকের আখ ক্ষেত নষ্ট করেছে প্রতিপক্ষরা

নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে পূর্ব শত্রুতার জেরধরে এক কৃষকের চাষাবাদি একবিঘা আখ ক্ষেত নষ্ট করেছে প্রতিপক্ষরা। এতে প্রায় ১লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে ভূক্তভোগীর দাবি।

স্থানীয় এলাকাবাসী ও ভূক্তভোগীর বিবরণে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বুড়ইল গ্রামের ময়নাতলা ভিটায় ১বিঘা জমিতে রোপনকৃত মাটিতে গজানো আখ (স্থানীয় নাম কুশার) কে'বা কাহারা উপড়ে ফেলেছে।

ক্ষতিগ্রস্ত কৃষক বীরপলী গ্রামের মোফাজ্জল হোসেন দাবি করে বলেন, আখ চাষ করা নিয়ে মাঝেমধ্যেই প্রতিপক্ষ বুড়ইলের হানিফ আমার পত্তনিকৃত জমির আখ চাষ নষ্ট করার হুমকি দিয়ে আসছিল। ওইদিন সন্ধ্যায় আমি বুড়ইল থেকে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষ হানিফসহ কয়েকজন ব্যক্তি ভ্যানের গতিরোধ করে আমাকে টেনে হেঁচরে নামিয়ে এলোপাথারি মারপিট করে নগদ ১০হাজার টাকা ছিনিয়ে নেয়। এরপর তারা আমাকে হুমকি ধামকি দিয়ে চাষাবাদি জমির আখ নষ্ট করার হুমকি ধামকি দেয়। ওই রাতেই প্রতিপক্ষরা আমার রোপনকৃত আখ উপড়ে ফেলেছে।

এপ্রসঙ্গে থানার ওসি হাসান শামীম ইকবাল বলেন, ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


(এমএনআই/এস/জুন ১০,২০১৬)

পাঠকের মতামত:

১৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test