E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাজীপুরে ছাত্রত্ববিহীন ছাত্রদল

২০১৬ জুন ১১ ১৬:৫৭:১৬
গাজীপুরে ছাত্রত্ববিহীন ছাত্রদল

রাজীবুল হাসান : নামে মাত্র ছাত্র আসলে ছাত্রজীবন শেষ করেছে প্রায় ১২ বছর আগে। ছাত্রের পদবিতে এখনো তারা ছাত্রদলের নেতা। অনেকেই আবার নাশকতার মামলায় জেল খেটেছে বহুবার ,কেউ কেউ আত্মগোপনেও রয়েছে বছরের পর বছর। নামধারী এই ছাত্রদের কারও কারও সন্তানেরা বিশ্ববিদ্যালয়ে পা রাখার সময় হয়েছে। অথচ দিব্যি তারা জেলা ছাত্রদলের নেতা বলে  ফেস্টুন করে দেয়ালে আর ফেসবুক ওয়ালে নিজেদের পরিচয় দিচ্ছেন ছাত্রনেতা।

পাহাড় সমান এসব ফেস্টুনেই তাদের প্রচার সীমাবদ্ধ। জেলার নতুন কমিটি গঠনের জন্য দলের ত্যাগী নেতারা বহু চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন । তাদের অভিযোগ, পদধারী নেতারা কেন্দ্রীয় নেতাদের প্রভাবিত করে জেলার কমিটি গঠন বারবার পেছাচ্ছেন। পুরনো এই কমিটি দিয়েই চলছে জেলা ছাত্রদল। এক যুগেরও বেশি সময়ের পুরনো গাজীপুর জেলা ছাত্রদল কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৮১ সদস্যের কারোই এখন আর ছাত্রত্ব নেই। পড়াশোনা শেষে অনেক আগেই তারা সংসারী জীবনে প্রবেশ করেছেন। অন্যদিকে, ৪ বছর অতিবাহিত হলো গাজীপুর সিটি করপোরেশন গঠনের তারপরেও গাজীপুর মহানগরীতে গঠন করা হয়নি কোনো কমিটি।

শেষবারের মতো ২০০৩ সালের ১২ জুলাই জেলা ছাত্রদলের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। দ্বি-বার্ষিক এ সম্মেলনে জেলা ছাত্রদলের সভাপতি নির্বাচিত হন মো. শরাফত হোসেন ও সাধারণ সম্পাদক হান্নান মিয়া হান্নু। সভাপতি মো. শরাফত হোসেন সে সময় ঢাকা ল' কলেজের ছাত্র ছিলেন বলে কমিটি অনুমোদনপত্রে উল্লেখ রয়েছে। দলের একাধিক নেতাকর্মী জানান, তখনই তার বয়স ছিল চল্লিশের কোঠায়। একই অবস্থা সাধারণ সম্পাদক হান্নান মিয়া হান্নুরও। বর্তমান কমিটির ৮১ সদস্যের কারোই ছাত্রত্ব নেই।

অছাত্রদের হাতে ছাত্রদলের রাজনীতি নিয়ে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা কয়েকটি ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। দলীয় কোনো কর্মসূচি পালনে তাদের কাউকে পাওয়া যায় না বলে ক্ষোভ প্রকাশ করেন মাঠপর্যায়ের নেতাকর্মীরা। জেলা ছাত্রদলের কমিটি না হওয়ার কারণে উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও কলেজ শাখার কমিটি গঠন করা হচ্ছে না। ফলে ছাত্রদলের নতুন নেতৃত্বও সৃষ্টি হচ্ছে না।

এ সময়ের মধ্যে কেন্দ্রীয় ছাত্রদলের ৪টি কমিটি গঠন করা হলেও গাজীপুরে সেই এক কমিটিই জোড়াতালি দিয়ে চলছে ১২ বছর যাবৎ। জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন বলেন, কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে। শিগগিরই জেলা ছাত্রদলের সম্মেলন হবে বলে তিনি আশা করছেন।

(আরএইচ/এএস/জুন ১১, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test