E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আগৈলঝাড়ায় ব্যালট ছিনতাইর দু’টি মামলা ডিবিতে হস্তান্তর

২০১৬ জুন ১২ ১৩:৩২:৩১
আগৈলঝাড়ায় ব্যালট ছিনতাইর দু’টি মামলা ডিবিতে হস্তান্তর

আগৈলঝাড়া (বরিশাল)প্রতিনিধি :আগৈলঝাড়ায় বন্ধ হওয়া ভোট কেন্দ্রের ব্যালট পেপার ছিনতাইর অভিযোগে ইসির দায়ের করা অজ্ঞাতনামা ৩ শতাধিক আসামীর বিরুদ্ধে দায়ের করা দুটি মামলা থানা পুলিশ থেকে ডিবিতে হস্তান্তর। ওই দুই মামলায় এ পর্যন্ত পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিন জন।

থানা সূত্রে জানা গেছে, ২২ মার্চ প্রথম ধাপের ইউপি নির্বাচনে বরিশালের আগৈলঝাড়ায় বাকাল ইউনিয়নের ভেগাই হালদার পাবলিক একাডেমী কেন্দ্রে ৮০টি ব্যালট পেপার ও বাগধা ইউনিয়নের আমবৌলা কেরামতিয়া মাদ্রাসা কেন্দ্রে ৩শ ব্যালট পেপার ছিনতাই হওয়ায় কেন্দ্রের ভোট গ্রহন স্থগিত করেন ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তারা।

ব্যালট ছিনতাইর ১০ দিন পর ৩১ মার্চ রাতে ভেগাই হালদার পাবলিক একাডেমী কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম অজ্ঞাতনামা দেড়’শ জনকে ও আমবৌলা কেরামতিয়া মাদ্রাসা কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হক বাদি হয়ে অজ্ঞাতনামা দেড়’শ জনসহ মোট তিন শতাধিক ব্যাক্তিকে আসামী করে আগৈলঝাড়া থানায় পৃথক দু’টি মামলা দায়ের করেন। যার নং- ৯ এবং ১০। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হাবিবুর রহমান ও এসআই আবুল কাশেম তিন আসামীকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেন।

গত আড়াই মাসেও মামলার উল্লেখযোগ্য কোন অগ্রগতি ও আসামী গ্রেফতার না হওয়ায় জেলা পুলিশের বিশেষ শাখা (ডিবি) সম্প্রতি মামলা দুটি তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে বলে পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে।

নাম না প্রকাশের শর্তে পুলিশের তদন্তকারী এক কর্মকর্তা গতকাল রবিবার জানিয়েছেন, মামলার আসামীদের চিহ্নিত করার কাজ শেষ হয়েছে। তাতে ২৫/৩০জন জড়িত থাকার প্রাথমিক প্রমানও পেয়েছেন তারা। বিশেষ কারণে মামলা দু’টি ডিবিতে দেয়া হয়েছে। অচিরেই মুল আসামীরা গ্রেফতার হবেন বলেও জানান তিনি।
(টিবি/এস/জুন ১২,২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test