E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নেত্রকোণায় উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

২০১৬ জুন ১২ ১৬:২৭:০৯
নেত্রকোণায় উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

নেত্রকোণা প্রতিনিধি :নেত্রকোণার উন্নয়ন অংশীদারিত্বে বেসরকারী উন্নয়ন সংস্থা জনউদ্যোগের ভূমিকা ও আগামীর কর্মপরিকল্পনা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে জেলা প্রেসক্লাবে আইইডির ব্যবস্থাপনায় স্বেচ্ছাসেবি সংগঠন জনউদ্যোগ আয়োজিত সভায়, জনউদ্যোগের ফেলো প্রবীন সাংবাদিক শ্যামলেন্দু পালের উপস্থাপনায়, আহ্বায়ক অধ্যাপক কবি কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক ড. মোঃ মুশফিকুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জয়দেব চৌধুরী, ভাষা সৈনিক ডাঃ এম এ হামিদ খান প্রমুখ।

মতবিনিময় সভায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ সুধীসমাজের ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। পরে এক মুক্ত আলোচনায়, নেত্রকোণা জেলার চলমান সার্বিক উন্নয়নসহ জেলায় বাইপাস সড়ক, মগড়া নদী দখল মুক্ত করণ, আধুনিক অডিটরিয়াম নির্মাণ, শিশু পার্ক নির্মাণসহ যানযটমুক্ত শহর গড়ে তোলার ব্যাপারে আলোচনা করা হয়।

মতবিনিময় সভায় নেত্রকোণায় ‘শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়’ নামে পাবলিক বিশ্ববিদ্যালয় অনুমোদনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় ।


(এমএম/এস/জুন ১২,২০১৬)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test